Fact Check : বিজেপির কার্যালয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের ভিডিয়োটি পুরনো – fact check bjp workers protest video in party office is misleading


BJP কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য BJP-র দফতরে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘জি ২৪ ঘণ্টার’ একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হয় তা সাম্প্রতিক। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়। কিন্তু, বুম লাইভ-এর ফ্যাক্ট চেক করে দেখেছে, যে ভিডিয়ো শেয়ার করে তা এখনকার বলে দাবি করা হচ্ছে তা আদতে পুরনো।

কী ভাইরাল হয়েছে?

সম্প্রতি জি ২৪ ঘণ্টার প্রতিবেদনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গেরুয়া শিবিরের কর্মীরা রাজ্য BJP-র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখাচ্ছেন বিক্ষোভ। দলীয় নেতৃত্বের উদ্দেশে তাঁদের কণ্ঠে শোনা যাচ্ছে ‘গো ব্যাক’ স্লোগান। পাশাপাশি গেরুয়া শিবিরের উচ্চপদস্থ নেতাদের পোস্টারে পা দিতেও দেখা যাচ্ছে তাদের।

শুধু তাই নয়, এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের পোস্টারের উপর দেওয়া লাল রঙের একটি কাটা চিহ্ন। আর সেই পোস্টারটি বিক্ষোভকারীরা মাটিতে ফেলে তাতে পা দিচ্ছে। ভিডিয়োটির উপরে লেখা ‘বিক্ষোভে BJP বাঁচাও মঞ্চ’। আবার কোনও ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ‘BJP অফিসে ফের বিক্ষোভ’ সংক্রান্ত শিরোনামগুলি।

Fact Check

ভিডিয়োর থেকে সংগৃহীত ছবি (সৌজন্যে বুম লাইভ বাংলা)

এই ভিডিয়ো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে কিছু ক্ষেত্রে ক্যাপশনে লেখা হয়েছে, ‘BJP-র রাজ্য দফতরে ভয়ংকর খেলা শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু সুকান্তর পোস্টার পোড়ানো, পা দিয়ে মাড়িয়ে দিতে দেখা যাচ্ছে বিক্ষোভকারী BJP কর্মীদের। যে কোনও সময় তালা পড়ে যেতে পারে।’ দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে এই ভিডিয়ো শেয়ার করায় অনেকেই মনে করছেন তা সাম্প্রতিক।

Fact Check News

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টের ছড়াছড়ি

তদন্ত

এই ভাইরাল হওয়া প্রতিবেদনটি জি ২৪ ঘণ্টার একটি প্রতিবেদনের অংশ। তার উপরের অংশে একটি শিরোনাম লেখা ছিল, যেখানে দেখা যাচ্ছে ‘বিক্ষোভে বিজেপি বাঁচাও মঞ্চ’। এই কি ওয়ার্ড ধরে জি ২৪ ঘণ্টার ইউ টিউব চ্যানেল সার্চ করলে সামনে আসে ২০২৩ সালের ১২ অক্টোবরের একটি প্রতিবেদন। লেখানে দেখা যায় একটি ক্যাপশন যেখানে লেখা ‘BJP: সল্টলেকের পর আজ মুরলিধর, বিজেপি অফিসে ফের বিক্ষাভ | Zee ২৪ ঘণ্টা।’ এই ক্যাপশন সহ প্রতিবেদনটিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা ভাইরাল ভিডিয়োর সঙ্গে মিল খাচ্ছে।
এরপর ২০২৩ সালের ১২ অক্টোবরের বিভিন্ন প্রতিবেদন নজরে আসে। ‘এবার মুরলিধর সেন স্ট্রিটে BJP কর্মীদের বিক্ষোভ, সুকান্তর ছবিতে লাথি, জুতোপেটা’ শীর্ষক একটি প্রতিবেদন দেখা যায় হিন্দুস্তান টাইমসে।

সত্যিটা কী?

এই প্রতিবেদনগুলি সামনে আসার পর এটা স্পষ্ট যে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি সাম্প্রতিক নয়। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি এই বছরের নয়, তা স্পষ্ট।

(This story was originally published by Boom Live, and republished by Ei Samay Digital as part of the Shakti Collective.)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *