Fact Check : সুজাতা মণ্ডলের আক্রান্ত হওয়ার ভিডিয়ো সাম্প্রতিক? জানুন আসল তথ্য – fact check attack on sujata mondal video shared in social media is recent or old know the truth


স্যোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে, এমন একটি যোগাযোগের ক্ষেত্রে যেখানে মানুষ একে অপরের সঙ্গে খুব দ্রুত যুক্ত হতে পারেন। আর শুধু যোগাযোগই নয়, এই স্যোশাল মিডিয়ায় দিনভরই শেয়ার হচ্ছে বিভিন্ন ধরনের, টেক্সট, ছবি, ভিডিয়ো বা রিল। তার মধ্যে যেমন থাকে বিভিন্ন তথ্যমূলক পোস্ট, তেমনই থাকে আবার রাজনৈতিত পোস্ট। যদিও সেই সমস্ত পোস্ট আদতেই সত্যি, না কি ভুয়ো, সেই বিষয়ে অনেক সময়ই তৈরি হয় প্রশ্ন। যেমন তৃণমূল কংগ্রেসের এক নেত্রী তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডলের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু লোকজন তাঁকে মাঠের মাঝখানে লাঠি নিয়ে তাড়া করছেন। এই ভিডিয়োটি শেয়ার করে দাবি করা হয় যে, সেটি আরামবাগে সুজাতা মণ্ডলকে তাড়া করার একটি সাম্প্রতিক ঘটনা। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করতে গিয়েই আসল বিষয়টি জানতে পারল সংবাদমাধ্যম BOOM লাইভ বাংলা।

কী দেখা যায় ভিডিয়োতে?

রাকেশ কৃষ্ণন সিমহা নামে এক ইউজারের শেয়ার করা ওই ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে মাঠের মধ্যে একপ্রকার দৌড়চ্ছেন সুজাতা। আর তাঁকে বাঁশ নিয়ে তাড়া করছেন কয়েকজন। রাকেশ কৃষ্ণন সিমহা ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘বিষ্ণপুরের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ, আরামবাগের ভোটারদের হুমকি দিচ্ছেন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য, নয়তো তার ফল ভোগ করতে হবে। আরামবাগের ভোটাররা তাঁকে ও তাঁর দলের অন্যান্য কর্মীদের মারধর করে তাড়িয়ে দেন। বাংলার হিন্দুরা পালটা জবাব দিচ্ছেন।’ এক্ষেত্রে উল্লেখ্য বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা। আইনি বিচ্ছেদের পর নিজের নাম থেকে খাঁ পদবী বাদ দেন তিনি।

Sujata Mondal

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিয়োর স্ক্রিনশট

আসলে বিষয়টি কী?

ওই ভিডিয়োর ফ্যাক্ট চেক করতে গিয়ে ঘটনাটির আসল সময় জানতে পারে সাংবাদমাধ্যম BOOM বাংলা লাইভ। বুম দেখে ভাইরাল ভিডিয়োটি ২০২১ সালের। সেই বছর সুজাতা মণ্ডলকে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। নির্বাচনের তৃতীয় দফায় সুজাতা মণ্ডলকে একটি কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই সময় সুজাতা মণ্ডল অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি আরামবাগে বিশৃঙ্খলা তৈরি করছে এবং তৃণমূল কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি।

Sujata Mondal

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর স্ক্রিনশট

তথ্য যাচাই

পোস্টগুলির সূত্র ধরে BOOM লাইভ বাংলা ‘টিএমসি নেত্রি সুজাতা খাঁ আক্রান্ত’ দিয়ে একটি কিওয়ার্ড সার্চ করে এই ঘটনার বিষয়ে ২০২১ সালের এপ্রিল মাসে প্রকাশিত অনেকগুলি সংবাদ প্রতিবেদন পায়। একইসঙ্গে ২০২১-এর ৬ এপ্রিল প্রকাশিত এনডিটিভির একটি প্রতিবেদন থেকে BOOM লাইভ বাংলা জানতে পারে, আরামবাগ বিধানসভার তৎকালীন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট চলাকালীন একদল লোক মাঠের মাঝখানে লাঠি নিয়ে তাড়া করেছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কর্মীরা সুজাতা মণ্ডলকে তাড়া করেছিলেন এবং তাঁর মাথায় আঘাত করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি। পাশাপাশি BOOM লাইভ বাংলার প্রতিবেদনে আরও উঠে আসে, আনন্দবাজার পত্রিকার লোগো সহ ইউটিউবে চ্যানেলে ওই একই ভিডিয়ো ৬ এপ্রিল ২০২১ তারিখে আপলোড করা হয়। ভিডিয়োর ক্যাপশনেও লেখা ছিল, ‘সুজাতা মণ্ডল খাঁকে গুন্ডারা বাঁশের লাঠি নিয়ে আক্রমণ করে।’

(This story was originally published by Boomlive Bangla and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *