Krishna Kalyani Net Worth: একুশের তুলনায় অস্থাবর সম্পত্তি বেড়েছে ৪ কোটির বেশি, কত আয় রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর? – krishna kalyani raiganj lok sabha constituency tmc candidate net worth


রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। একুশের বিধানসভা নির্বাচনে তিনি গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগদান করেন। পেশায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী এলাকায় বিশিষ্ট সমাজসেবী হিসেবেও পরিচিত। গত মঙ্গলবার তিনি রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন। নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক নিজের আয়-ব্যয়-বিনিয়োগ-সম্পত্তির খতিয়ান দিয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণীর বার্ষিক আয় কোটি টাকার অনেক বেশি হলেও তাঁর নিজস্ব কোনও গাড়ি নেই।

২০২১ সালের নিরিখে কত আয় বাড়ল কৃষ্ণ কল্যাণীর?

তৃণমূলের এই প্রার্থী একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি হলফনামা জমা দিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল এক কোটি ৬ লাখ ৫ হাজার ৬২০।২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় বেড়েছে। হলফনামা মোতাবেক সংশ্লিষ্ট অর্থবর্ষে তিনি আয় করেছেন ২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৮২০ টাকা। তার আগের অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৩৯০। তাঁর স্ত্রী নিশা কল্যাণীর আয় ২০২২-২৩ অর্থবর্ষে ৩৮ লাখ ৭৬ হাজার ২২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তা ছিল ৩৫ লাখ ২৭ হাজার ৪৪৭ টাকা।

হাতে কত টাকা রয়েছে?

নিয়ম মোতাবেক প্রার্থীদের হাতে কত নগদ টাকা রয়েছে তাও জমা দিতে হয় হলফনামা মারফত। ২৭ মার্চের নিরিখে কৃষ্ণ কল্যাণীর হাতে রয়েছে ১৮ লাখ ৮৪ হাজার ৭২৪ টাকা। তাঁর স্ত্রীর হাতে নগদ রয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ৮৮ টাকা।

কৃষ্ণ কল্যাণীর হলফনামা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং নন ব্যাঙ্কিং ফাইনানসিয়ালে ডিপোজিট কত?

এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জমা দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। আর তা মোতাবেক এই সমস্ত ক্ষেত্রে তাঁর ডিপোজিটের পরিমাণ ৫৫ লাখ ২৮ হাজার ৪২৮টাকা ৭০ পয়সা।

কত টাকা লোন রয়েছে কৃষ্ণ কল্যাণীর?

পেশায় ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণীর লোনের অঙ্কটাও নেহাত কম নয়। পার্সোনাল লোন সহ বিভিন্ন লোন রয়েছে তাঁর। অঙ্কটা ১ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকা ১৫ পয়সা।

গাড়ি নেই কৃষ্ণ কল্যাণীর

হলফনামা মোতাবেক কৃষ্ণ কল্যাণী বা তাঁর স্ত্রীর কোনও গাড়ি নেই।

কত টাকার গয়না রয়েছে কৃষ্ণ কল্যাণীর?

এই প্রার্থীর অলংকারে নিজস্ব কোনও বিনিয়োগ নেই। তবে তাঁর স্ত্রীর গয়নার ক্ষেত্রে বিনিয়োগ ২ লাখ ৫০০ টাকার মতো। কোনও কৃষি জমির মালিক নন কৃষ্ণ কল্যাণী।

কৃষ্ণ কল্যাণীর অস্থাবর সম্পত্তির পরিমাণ?

তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৯ টাকা ২ পয়সা (ব্যাঙ্কে জমানো , শেয়ার, ঋণ, ব্যবসায় লগ্নি)। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩১ লাখ ২৯ হাজার ৯৯৫। ২০২১ সালের নিরিখে কৃষ্ণের অস্থাবর সম্পত্তি (ব্যাঙ্কে জমা টাকা, ব্যবসা, ঋণ, রিভলবার, শেয়ার) ছিল ৩ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৯৩৪ টাকা ৪৫ পয়সা।

স্থাবর সম্পত্তির পরিমাণ

২০২১ সালের হলফনামা অনুযায়ী তা ছিল ৯৯ লাখ। এবারের হলফনামা অনুযায়ী- রায়গঞ্জ, গঙ্গারামপুরের জমি, রায়গঞ্জ, কলকাতা, বারাণসীতে বাড়ি মিলিয়ে কাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৬৫৪ টাকা। যদিও তাঁর স্ত্রীর কোনও সম্পত্তি নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *