Mahua Moitra TMC Candidate : ‘তোমার হয়ে আমি মনোনয়ন দেব’, অভয় বার্তা পেয়ে মাকে মহুয়া বললেন, ‘বাঘিনী’ – tmc candidate mahua moitra has sheared the screenshot of a chat with her mother


মায়ের মঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। মাকে ‘আসল বাঘিনী’ বলেও আখ্যা দেন মহুয়া। কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইডির অভিযোগ দায়েরের বিষয়টি মঙ্গলবারই সামনে এসেছে। পিএমএলএ-তে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে অভিযোগ দায়ের করাহয়েছে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির বিরুদ্ধে।মহুয়ায়ে হোয়াটসঅ্যাপ কথপোকথন শেয়ার করা করেছেন, তাতে তাঁর মাকে লিখতে দেখা যাচ্ছে, ‘আমার নামে একটি পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে রাখ। যদি ওরা তোমায় গ্রেফতার করে, আমি তোমার হয়ে মনোনয়ন জমা দেব।’ প্রসঙ্গত গত সপ্তাহে সপ্তাহে মহুয়া ও দর্শন হিরনন্দানিকে দিল্লিতে নিজেদের দফতরে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত বিজেপি মুদ্রা সংক্রান্ত আইন বা ফেমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন, এই কথা বলে সেই তলবে হাজিরা দেননি মহুয়া। একইসঙ্গে হাজিরা দেন দর্শন হিরানন্দানিও।

এর আগে মহুয়ার কলকাতার একটি ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। পরে তল্লাশি চালানো হয়েছে মহুয়ার কৃষ্ণনগরের একটি ঠিকানাতেও। একইসঙ্গে তাঁর দফতর এবং করিমপুরের বাড়িতেও যান তদন্তকারীরা। তবে কলসকাতার ওই ঠিকানাটি অবশ্য আদতে মহুয়ার বাবা – মায়ের। জানা যায়, সিবিআই তল্লাশির সময়ে মহুয়ার মা মঞ্জু মৈত্র সেখানেই উপস্থিত ছিলেন।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *