Satabdi Roy : ‘এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে’, পুলিশে অভিযোগ শতাব্দীর – trinamool candidate satabdi roy complained to police for x handle hacked


এই সময়, তারাপীঠ: তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে গত পনেরো দিনে বীরভূমের লালমাটি চষে ফেলেছেন শতাব্দী রায়। গড়ে প্রতিদিন ৯-১০টি করে পথসভা, কোনও দিন ১৪টা সভাও করেছেন তিনি। মঙ্গলবার সেই মাঠে ‘ব্যাটিং’ করতে নামলেন বিজেপি প্রার্থী, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। এ দিন জেলা বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাঁকুড়ায় জয়েন্ট বিডিও ছিলেন দেবাশিসবাবু। ২০০৪ সালে পরীক্ষা দিয়ে পুলিশে যোগ দেন৷ বীরভূম জেলায় ডিএসপি হিসেবে কাজও করেছেন। ২০১০ সালে আইপিএস হন। ২০২১ সালে বিতর্কে জড়ান৷ বিধানসভা নির্বাচনে তিনি কোচবিহার জেলার পুলিশ সুপার পদে ছিলেন৷

সেই সময়ে শীতলখুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়৷ তার জেরে তাঁকে সাসপেন্ড করে রাজ্য সরকার। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন বলে এ দিন দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ‘গত ৩ বছর যেভাবে কেটেছে, ভাবা যায় না। মেডিক্যাল গ্রাউন্ডে ছুটি চাইলেও মিলছিল না। একটার পর একটা হেনস্থার শিকার হয়েছি। রাজনীতিতে না এলেও পুলিশের চাকরি আর করতাম না।’

প্রাক্তন এই আইপিএস-এর সম্পত্তি নিয়ে সিআইডি তদন্ত চলছে বলে ইতিমধ্যে এক্স প্ল্যাটফর্মে সোচ্চার হয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। দেবাশিস বলেন, ‘আমার সম্পত্তি যদি ২০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়, কী করা যাবে৷ এই সরকারের বিরুদ্ধে যে গলা চড়াবে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হবে।’

Satabdi Roy : এক্স-আইপিএসকে দুর্নীতি-তোপ শতাব্দীর

তাঁর প্রশ্ন, ‘এতদিন এগুলো সামনে আসেনি কেন?’ এই কেন্দ্রে তিন বারের জয়ী তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াইটা কত কঠিন? তিনি বলেন, ‘লড়াইটা আমার নয়, ওঁর জন্য খুবই কঠিন৷ অলরেডি টেনশনে ভুলভাল বকতে শুরু করেছেন।’ মঙ্গলবার শতাব্দী রায় ‘এই সময়’কে বলেন, ‘আমি কোনও দিন, কাউকে ব্যক্তি আক্রমণ করিনি। গত ১৫ বছরে এই অভিযোগ কেউ করতে পারবে না। আমার এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। দলকে বলেছি। পুলিশকেও জানিয়েছি।’

তিনি বলেন, ‘বিজেপি প্রার্থীর সঙ্গে রাজনৈতিক লড়াই হবে। আদর্শের লড়াই হবে। আমি এই নিয়ে মোটেই চিন্তিত নই। যিনি বলেছেন আমি টেনশন করছি, তিনি এই সব নিয়েই থাকুন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *