West Bengal Bjp,মালদার লতিকাকে মোদীর ফোন, গেরুয়া শিবিরের সদস্য কে এই ‘মুখ’? – narendra modi make a phone call to latika halhar bjp worker of malda


এবার আর কোনও প্রার্থী নয়, সরাসরি দলীয় কর্মীকে ফোন BJP-র মুখ নরেন্দ্র মোদীর। ফোনে ‘বাংলার ভোট হিংসা’-র কথা মোদীর মুখে শোনা গেলেও মানুষের কাছে গিয়ে নিজেদের কথা বলতে পারছেন বলে স্পষ্ট জানান গেরুয়া শিবিরের কার্যকর্তা।মালদার হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য লতিকা হালদারকে এবার ফোন করেন মোদী। এদিন হাবিবপুরের কেন্দপুকুরে শুভেন্দু অধিকারীর সভা করার কথা। সেখানে উপস্থিত হয়েছিলেন লতিকা।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কী কথা হল?

  • নমস্কার বিনিময়ের পর যে কথোপকথোন হয় তা উল্লেখ করা হল
  • নরেন্দ্র মোদী: লতিকাজি নিজের বিষয়ে বলুন। আপনার কোন লোকসভা কেন্দ্র?
  • লতিকা হালদার: উত্তর মালদা
  • নরেন্দ্র মোদী: আপনার বুথে নির্বাচনী অভিযান কেমন চলছে? আপনার বুথের সমস্ত কার্যকর্তার দায়িত্ব ঠিক করে দেওয়া হয়েছে কি?
  • লতিকা হালদার: সমস্ত কার্যকর্তা কাজ করছে এবং আমাকে রিপোর্ট দিচ্ছে।
  • নরেন্দ্র মোদী: বাংলায় নির্বাচনী হিংসা একটা খারাপ পরিস্থিতি তৈরি করে রেখেছে। আপনি প্রচার করতে গিয়ে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হচ্ছে না তো?
  • লতিকা হালদার: আমি মহিলারা একত্রিত হয়ে বাড়ি বাড়ি যাচ্ছি এবং এই সমস্যার সঙ্গে লড়ছি।
  • নরেন্দ্র মোদী: ওদের মহিলারাও আপনাদের সঙ্গে ঝগড়া করছে?

বাংলা মানুষকে টাকা ফেরতের ‘মোদী প্রতিশ্রুতি’, তোপ তৃণমূলের

  • লতিকা হালদার: না না
  • নরেন্দ্র মোদী: আপনি সব জায়গায় গিয়ে নিজের কথা রাখতে পারছেন?
  • লতিকা হালদার: সমস্ত বাড়ি গিয়ে নিজের কথা বলতে পাচ্ছি।
  • নরেন্দ্র মোদী: কেন্দ্র সরকারের যোজনা যেখানে মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, তা মানুষ জানেন যে ভারত সরকার, মোদী সরকার দিচ্ছে?
  • লতিকা হালদার: আমি সকলকে বোঝাচ্ছি।
  • নরেন্দ্র মোদী: লতিকাজি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগল। পশ্চিমবঙ্গে নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয় নির্বাচনী হিংসা। তবে নির্বাচন কমিশন সুরক্ষার ব্যবস্থা করেছে। আমরাও পরিস্থিতির উপর নজর রাখছি। আপনি বুথের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে দেখা করুন। কথা বলুন। লতিকাজি এবং সমস্ত কার্যকর্তাদের বলব, নিজের বুথের সমস্ত মানুষের সঙ্গে দেখা করুন এবং তাঁদের BJP-র নীতি বলুন।

Medinipur Lok Sabha Election : দিলীপ ‘প্রস্থান’-এ দলীয় কর্মীদের গোঁসা! অগ্নিমিত্রার ‘মানভঞ্জন’-এর বার্তাতেই কি ‘খেলা ঘুরবে’ মেদিনীপুরে?

এদিকে মোদীর সঙ্গে কথা বলার পর আপ্লুত লতিকা। তিনি বলেন, ‘মোদীজির সঙ্গে কথা বলতে পেরে আমি অত্যন্ত খুশি।’ শুধু লতিকা নন, আরও কয়েকজন দলীয় কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। তাঁদের এলাকার খোঁজ নেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *