ভোটের মুখে ভরা বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে খুন! উদ্ধার সিসিটিভি ফুটেজ.. A businessman stabbed to death in Cooch Behar


দেবজ্যোতি কাহালি: ভরা বাজারে ব্য়বসায়ীকে কুপিয়ে খুন! এবার উদ্ধার সিসিটিভি ফুটেজ। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। হাড়হিম হত্যাকাণ্ড কোচবিহারে।

আরও পড়ুন: Asansol: যৌন লালসার শিকার নাবালিকা! গ্রেফতার ৫, চাঞ্চল্য আসানসোলে

পুলিস সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম সজল সাহা। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ বাজারে মুদিখানার দোকান চালাতেন তিনি। রোজকার মতোই দোকানে ছিলেন গতকাল, বৃহস্পতিবার রাতেও। অভিযোগ, যখন দোকান বন্ধ করছিলেন, তখন ওই ব্য়বসায়ীর উপর চড়াও হন এক যুবক। বাজারের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুকে এলোপাথারি কোপ মারতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই লুটিয়ে পড়ে সজল। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্য়ু হয় তাঁর।

এদিকে এই ঘটনার পর অভিযুক্তকে পাকড়াও করেছিলেন অন্য ব্য়বসায়ীরা, কিন্তু পালিয়ে যায় সে। ঘটনার প্রতিবাদে মারুগঞ্জ বাজারের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। কবে? আজ, শুক্রবার সকালে। অভিযুক্ত এখন অধরা। 

আরও পড়ুন:  Bengal Heatwave: জেলায় জেলায় বইছে লু, প্রচণ্ড গরমে হাঁসফাঁস রাজ্য, কতদিন চলবে এই দহনজ্বালা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *