BJP West Bengal : ‘বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী, বাইরে বিজেপি কর্মী’, বিধায়কের মন্তব্যে বিতর্ক! প্রতিবাদ তৃণমূলের – bjp mla amar natha shakha statement on lok sabha election creates controversy


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুকথা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন সতর্কও করেছিল তাঁকে। এবার বিজেপি বিধায়কের একটি মন্তব্যে তুমুল বিতর্ক বাঁকুড়া জেলার ওন্দা এলাকায়। বিধায়কের মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফেরবিজেপি বিধায়কের কথায়, এবারের লোকসভা নির্বাচনে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। বিজেপি বিধায়কের এই মন্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অবাধ ও শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সংগঠিত করতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। তার মাঝেই জুলাই বিজেপি বিধায়কের এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভার ওন্দা বিধানসভার দুবড়াকোনে দলীয় প্রার্থীর সমর্থনে পথ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অমর নাথ শাখা। সেই সভায় বিজেপির বিধায়ক দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের সময় বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী।’ বিজেপির এই বাহিনী তৃণমূলের ভোট লুট ভোট সন্ত্রাস আটকাবে বলে বক্তব্যের সমর্থনে এমন দাবি করেন বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। সভা থেকে হুঁশিয়ারি সুর ওন্দার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমর নাথ শাখার। যদিও বেফাঁস মন্তব্য, বিতর্কিত মন্তব্য বিরোধীদের কুরুচিকর কথা বলে বারে বারে শিরোনামে এসেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা।

তাঁকে আরও বলতে শোনা যায়, ‘ আমাদের সভাপতি অমিত শাহজি বলেছেন, আমরা ৩৫ পার। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। ভয়ভীতির কোনও জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবেন আপনারা, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুঠ করতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেব না।’ প্রসঙ্গত, এবার বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ। তাঁর প্রচারের কারণেই এই সভার আয়োজন করা হয়েছিল।

Narendra Modi Rally : জলপাইগুড়িতে বিশেষ নজর, পিছিয়ে যাচ্ছে বালুরঘাটে মোদীর সভা
বিজেপির বিধায়কের এই মন্তব্য আসলে ভোট সন্ত্রাসের বার্তা বলে প্রতিক্রিয়া দিয়ে জানালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সুজাতা বলেন, ‘দিনের পর দিন উনি হুমকি দিয়ে যাচ্ছে। তৃণমূল কর্মীদের মারধর করব, হাত পা ভেঙে দেব, এরকম একাধিক কথা শোনা যায় তাঁর মুখে। ৪ জুনের পর ওঁরা থাকবেন তো। ওনাদের দেখা পাওয়া যাবে তো নাকি মানুষ ওদের আস্তাকুড়ে ছুড়ে ফেলে দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *