প্রতি মুহূর্তে রাজ্যের নানা প্রান্তে বেড়ে চলেছে সাইবার প্রতারণা। দিনদিন তার মাত্রা ক্রমশ বাড়ছে। উত্তর ২৪ পরগনা জেলারও নানা প্রান্তে প্রতিদিন সাইবার ক্রাইমের অপরাধ দায়ের হচ্ছে স্থানীয় থানা গুলিতে। সে ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইম থানাকে বাড়তি চাপ সামলাতে হচ্ছিল এতদিন যাবৎ। পাশাপাশি সাধারণ মানুষকেও বিভিন্ন প্রান্ত থেকে যেতে হত বিধাননগরে। তবে এবার, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ঘোলার পর নিউ ব্যারাকপুর থানায় চালু করল সাইবার ক্রাইম অপরাধের বিশেষ ডেস্ক। যার নাম দেওয়া হয়ে সাইবার বন্ধু।
ডিজিটাল যুগে কেউ প্রতারিত হচ্ছেন ব্যঙ্কে কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে। এধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনারেটের আওতায় সমস্ত থানায় চালু করা হচ্ছে সাইবার বন্ধু। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু।
পাশাপাশি থানায় সর্বসাধারনের জন্য বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন ও চালু করা হয়। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন ও দুই ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন। টাকা ও মোবাইল ফেরত পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান উপকৃত ব্যক্তিরা। পুলিশ যে সমাজের বন্ধু,মানুষের বন্ধু তা আজ অনেকেই শিকার করলেন, যা তারা হাতেনাতে প্রমাণ পেলেন।কেউ তার মোবাইল হারিয়েছে ২০২২ সালে, আবার কেউ তার আমানত করা টাকা ব্যাঙ্ক থেকে অনলাইনে হারিয়েছে। কয়েক বছর ধরে ঘটে যাওয়া এমন ঘটনার সুরাহা মেলায় খুশি নাগরিকরা।