Dilip Ghosh : ‘অভ্যাস পাল্টান, না হলে পাল্টে দেবো’, হুঙ্কার দিলীপের – lok sabha election 2024 dilip ghosh criticizes tmc candidate kirti azad


এই সময়, বর্ধমান: ‘অভ্যাস পাল্টান না হলে দিলীপ ঘোষই পাল্টে দেবে।’ মর্নিংওয়াকে বেরিয়ে তৃণমূল কিংবা আরও বেশি করে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদের উদ্দেশে হুঙ্কার ছাড়েন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।হুঙ্কার অবশ্য প্রথম দিন থেকেই দিয়ে আসছেন দিলীপ। এমনকী প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের কীর্তি। পাল্টা হুঙ্কারে তাঁকে রাগিয়ে না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে রায়ান স্কুলের মাঠে চায়ে পে চর্চায় বেরিয়েছিলেন দিলীপ। তালিতের বাঘার এলাকায় বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েও দিলীপ বলেন, ‘আমাদের কর্মীরা তালিতের বাঘার গ্রামে বৈঠক করতে গিয়েছিল। ওখানে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী আমাদের তিন কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। আমরা পুলিশ, প্রশাসনকে বলেছি কিন্তু, যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায় ভারতীয় জনতা পার্টি তার জন্য পুরো প্রস্তুত রয়েছে। দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে। জানা আছে কাকে কী ভাবে শায়েস্তা করতে হয়।’

কীর্তি প্রশ্ন তুলে বলেছেন, ‘ওঁর (দিলীপ) কাছে জানতে চান, মেদিনীপুর থেকে ওঁকে কেন তাড়িয়ে দিল দল? ওখানে উনি সিটিং এমপি ছিলেন। আসলে ওখানে দাদাগিরি করতে গিয়ে আর পায়ের তলায় মাটি খুঁজে পাননি। তাই পালিয়ে এখানে এসেছেন।’ তিনি কি দাদাগিরি করেন?

Dilip Ghosh : কীর্তির ‘পাগল’ মন্তব্যে দিলীপের পাল্টা জবাব ‘প্যাক করে দেবো’

প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘দাদাগিরি এখনও শুরু করিনি। ওরা ঠুকঠুক করছে। যেদিন একটা ঘা মারব না, কামারের ঘা দেখেনি, সিঁধে হয়ে যাবে।’ তাঁদের কর্মীরা দেওয়াল লিখতে গেলে বা গ্রামে বৈঠক করতে গেলে হামলার শিকার হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ভয় দেখিয়ে ওরা রাজনীতি করতে চাইছে। কিন্তু দিলীপ ঘোষ এসে গিয়েছে। অভ্যাস পাল্টান, না হলে কী করে পাল্টে দিতে হয় সেটা আমি জানি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *