Left Front Candidate List For West Bengal,ডায়মন্ড হারবার সহ ৫ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, কোথায় কে লড়ছেন? – left front has released again a candidate list in west bengal for lok sabha election 2024


আরও এক দফার প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। এবারের তালিকায় মোট ৫টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। এই দফায় যে আসনগুলিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার। এছাড়াও বসিরহাট, ব্যারাকপুর, ঘাটাল ও বারাসত কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। একনজরে দেখে নেওয়া এই দফায় কোন আসনে কাকে প্রার্থী করল বিজেপি।

কেন্দ্র প্রার্থী
বসিরহাট নিরাপদ সর্দার
ব্যারাকপুর দেবদূত ঘোষ
ডায়মন্ড হারবার প্রতীক উর রহমান
ঘাটাল তপন গঙ্গোপাধ্যায়
বারাসত প্রবীর ঘোষ

এর আগেও বেশকিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের পক্ষ থেকে। আর এবার আরও ৫টি আসনে লালঝান্ডার পক্ষ থেকে প্রার্থী দিয়ে দেওয়া হল। এই তালিকা ঘোষণার পর থেকেই ডায়মন্ড হারবার আসনটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ এই আসন থেকেই লড়াই করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও ওই কেন্দ্র থেকেই লোকসভা ভোটের লড়াইতে রয়েছেন তিনি। তাই সেই আসনে অভিষেকের বিরুদ্ধে কোন দল কাকে প্রার্থী হিসেবে দাঁড় করায় তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল তুঙ্গে।

এর আগে শোনা যাচ্ছিল ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াইতে নামতে পারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও শেষ পর্যন্ত ওই আসন থেকে মজনু লস্করের নাম ঘোষণা করে আইএসএফ নেতৃত্ব। আর এবার ওই কেন্দ্র থেকে বামেরাও প্রার্থী ঘোষণা করে দিল। সেক্ষেত্রে সময় যত এগোচ্ছে ততই ডায়মন্ড হারবার কেন্দ্রের লড়াই জমে উঠছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপডেট পেতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *