Mamata Banerjee News : ‘আরাবুল, শাহজাহানকে জেলে ঢুকিয়েছি, ওঁরা এক গুণ্ডাকে মন্ত্রী করেছ’, ফের নিশীথকে নিশানা মমতার – mamata banerjee attacks nisith pramanik from her lok sabha rally


নির্বাচনী সভা থেকে ফের বিজেপি প্রার্থীদের নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস থেকে যাঁদের বের করে দেওয়া হয়েছে, তাঁদের বিজেপি প্রার্থী করেছে। তাঁদের নামে অপরাধের তালিকা থাকলেও বিজেপি প্রার্থী করছে। এটা বিজেপির ‘কলঙ্ক’, আলিপুরদুয়ারের জনসভা থেকে হুংকার মমতার।শুক্রবারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধায়ের নিশানায় ছিলেন কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো আমাদের কর্মী আরাবুলকে গ্রেফতার করতে পারি, শাহজাহানকে গ্রফেটার করতে পারি, তোমরা কেন গুন্ডাকে স্বরাষ্ট্র মন্ত্রী রাখো?’ প্রশ্ন তোলেন মমতা।

Mamata Banerjee Cooch Behar Rally : ‘কোচবিহারের হিরে, কথা কম কাজ বেশি’ জগদীশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হয়েছে বিজেপি। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা জবাব, ‘বাংলাকে দুর্নীতি শেখাতে আসতে হবে না। আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়।’

Mamata Banerjee : মাথা-ল্যাজা কিছুই হবে না! সিএএ নিয়ে তোপ মমতার
এদিনের সভা থেকে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী নিয়ে কটাক্ষ ছুড়ে দেন তিনি। মমতা বলেন, ‘এখানে পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন, তোমরা তাঁকে কাজ করতে দিলে না। সে চলে গেল। এখন আবার আরেকজনকে নিয়ে এসেছে। অর্থাৎ, বৈশাখ মাসে একটা দেবে, জৈষ্ঠ্য মাসে একটা দেবে…পচা ভাদ্রে ডুবে মরবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *