রাত সাড়ে বারোটার পরেও তারস্বরে ডিজে বাজানোয় প্রতিবাদ জানিয়েছিলেন এক স্কুল শিক্ষক। পরিণতি হিসেবে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনিতে। নিগৃহীত শিক্ষকের নাম অভিজিৎ সরকার। তিনি এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।অভিযোগ, ওই শিক্ষকের বাড়ির কাছেই অন্য একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা থেকে তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল বলে অভিযোগ। রাত সাড়ে বারোটার পরেও ডিজে বন্ধ না-হওয়ায় এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ, ওই শিক্ষক অনুষ্ঠান বাড়িতে গিয়ে ডিজে বন্ধ করার অনুরোধ জানাতেই, একদল যুবক তাঁকে মারধর শুরু করে । শিক্ষককে মারধর করা হচ্ছে দেখে, ছুটে যান প্রতিবেশীরা। তাঁদের দেখে নিগ্রহকারীরা পালিয়ে যায়। রাতেই আহত ওই শিক্ষককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এখনও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি।
নিগৃহীত শিক্ষক বলেন, ‘সব কিছুরই তো একটা নিয়ম থাকে। এত রাতে ডিজে বাজানো হচ্ছে দেখে প্রতিবাদ করেছিলাম। তার ফলে এভাবে মারধর করা হবে ভাবিনি। পুলিশকে সব জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, সামনেই নিট পরীক্ষা রয়েছে। এছাড়া এলাকায় অনেক অসুস্থ বাসিন্দারা থাকেন। মাঝরাতে ডিজে বাজানো হচ্ছিল। যে কারণে আমি গিয়ে বন্ধ করতে বলেছিলাম। সেই সময় একদল যুবক এসে আমাকে বেধড়ক মারধর করতে থাকে। শেষে আমি চিৎকার করায় কয়েকজন প্রতিবেশী প্রাণে বাঁচান।’ ঘটনার পর শিক্ষকের স্ত্রী আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবারই এলাকায় যায় পুলিশ।
নিগৃহীত শিক্ষক বলেন, ‘সব কিছুরই তো একটা নিয়ম থাকে। এত রাতে ডিজে বাজানো হচ্ছে দেখে প্রতিবাদ করেছিলাম। তার ফলে এভাবে মারধর করা হবে ভাবিনি। পুলিশকে সব জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, সামনেই নিট পরীক্ষা রয়েছে। এছাড়া এলাকায় অনেক অসুস্থ বাসিন্দারা থাকেন। মাঝরাতে ডিজে বাজানো হচ্ছিল। যে কারণে আমি গিয়ে বন্ধ করতে বলেছিলাম। সেই সময় একদল যুবক এসে আমাকে বেধড়ক মারধর করতে থাকে। শেষে আমি চিৎকার করায় কয়েকজন প্রতিবেশী প্রাণে বাঁচান।’ ঘটনার পর শিক্ষকের স্ত্রী আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবারই এলাকায় যায় পুলিশ।
ঘটনায় ওই ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জন শীলশর্মা বলেন, ‘ওই শিক্ষক আমার ওয়ার্ডে থাকেন, তবে নিগ্রহের ঘটনা ঘটেছে লাগোয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।’ পাশাপাশি শিক্ষকের উপরে হামলার নিন্দা করেছেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারও। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা কখনওই মেনে নেওয়া যায় না। পুলিশ নিশ্চয়ই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এদিকে ওই দিন শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডেও একটি মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ, সংঘতি মোড়ের কাছে দীর্ঘদিন ধরে রাস্তায় মদ্যপান করে কয়েকজন। বুধবার রাতে সেই মদ্যপানের প্রতিবাদ করায়, ২ জনের উপর চড়াও হয় ওই মদ্যপরা। গুরুতর জখম অবস্থায় ওই ২ জনকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।