Kolkata Metro : উত্তম-সৌমিত্র নন, রয়েছেন দুর্ধর্ষ দুশমনরাও, অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর – kolkata metro is using uttam kumar and dushmantha picture for advertisement


এই সময়: ‘তোমাকে সন্দেহ করছে কেন?’ চাপা গলায় কথাগুলো বলা হলেও তাতে বিরক্তির ছাপ চাপা থাকেনি একটুও। যাঁর উদ্দেশে এই কথাগুলো বলা হয়েছিল, মানুষ মারতে তাঁর হাত না-কাঁপলেও ‘বসের’ সামনে একেবারে কেঁচো হয়ে গিয়েছিলেন তিনি। প্রথমজন অমিয়নাথ বর্মণ এবং দ্বিতীয় জন ওয়ান অ্যান্ড অনলি মন্দার বোস।বিকানির কেল্লার সামনে ডাকসাইটে দুই ভিলেনের কথোপকথন ‘সোনার কেল্লা’ রিলিজ় করার ৫০ বছর পরেও উপভোগ করে বাঙালি। এবার কলকাতা মেট্রোর স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতে দুই ভিলেনের শরণ নিলেন মেট্রোর কর্তারা। সোনার কেল্লা ছবির দৃশ্য দিয়ে তৈরি হয়েছে মিম।

‘আরাবল্লি পাহাড় সম্পর্কে আপনার জানা আছে বোধহয়?’, ম্যাপটা মুড়তে মুড়তে প্রশ্ন করেছিলেন জটায়ু। ফেলুদার উত্তর, ‘দৈর্ঘ্যে ৩০০ মাইল, উচ্চতম অংশ মাউন্ট আবু, উচ্চতা সাড়ে পাঁচ হাজার ফিট। গাছপালা কম।’ এমন বাক্য বিনিময়েই অভ্যস্ত বাঙালি। কিন্তু এই কথোপকথন যদি অন্যরকম হয়?

হারিয়ে যাওয়া মূল্যবান কোনও জিনিস খুঁজে দেওয়া বা অন্য কোনও রহস্যের সমাধানের জন্য ফেলুদার ডাক পড়ায় অবাক হওয়ার কিছু নেই। ‘মগজাস্ত্রের’ প্রয়োগে বহুবার বহু বদমাইশকেই কাবু করেছেন ফেলু মিত্তির। কিন্তু তাই বলে মেট্রো ধরতে রাস্তা ঘুলিয়ে ফেললেও ফেলুদা!

ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশনটি ঠিক কোন জায়গায় সেটা খুঁজে পেতে যাত্রীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য কলকাতা মেট্রো ‘ডেকে এনেছে’ ফেলুদাকে। এ ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ‘সাংঘাতিক ছবি’ ‘সোনার কেল্লা’কেই। যোধপুর এক্সপ্রেসের কামরায় ফেলুদার সঙ্গে জটায়ুর কথাবার্তার স্টিল ছবি দিয়ে তৈরি হয়েছে মিম।

সেখানে ফেলুদা বলে দিচ্ছে হাওড়ার মেট্রো স্টেশনটা ঠিক কোন জায়গায়। তবে শুধুই ‘সোনার কেল্লা’ বা সৌমিত্র চট্টোপাধ্যায় নন, কলকাতা মেট্রো বাদ দেয়নি বাঙালির সবচেয়ে জনপ্রিয় ম্যাটিনি আইডল উত্তম কুমারকেও। মহানায়কের ‘দেয়া নেয়া’ ছবির একটি দৃশ্যকে বেছে নেওয়া হয়েছে মেট্রো যে কতটা অর্থ সাশ্রয়কারী গণপরিবহণ সেটা বোঝাতে।
সদ্য সমাপ্ত অর্থবর্ষে লাফিয়ে মেট্রোর যাত্রী বৃদ্ধি, সংখ্যা জানলে চমকে যাবেন

সিঁড়িতে দাঁড়িয়ে কমল মিত্রের সঙ্গে উত্তমকুমারের উত্তপ্ত বাক্য বিনিময় এই ছবির অন্যতম জনপ্রিয় একটি দৃশ্য। মেট্রোর মিমে দেখা যাচ্ছে সেই দৃশ্যটি। মহানায়ক জানাচ্ছেন, রোজ বরাহনগর থেকে ক্যাবে হাওড়া যেতে ৫০০ করে খরচ হয়ে যাচ্ছে। জবাবে কমল মিত্র জানাচ্ছেন, মেট্রোয় গেলে মাত্র ৩০ টাকা খরচ পড়বে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, ‘সরাসরি কিছু ঘোষণা করা বা নির্দেশ নেওয়ার চেয়ে এমন মিম তৈরি করলে সেটা সহজেই মানুষের চোখ টানে। বিশেষ করে উত্তমকুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপুল জনপ্রিয়তায় আজও ভাটা পড়েনি। তাই এমন প্রয়াস।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *