জানা গিয়েছে, ২০২২ সালে ঘটে যাওয়া একটি বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। আদালতের নির্দেশে সেই বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছিল এনআইএর হাতে। আদালতের নির্দেশ মতোই তাঁরা সেখানে তদন্ত করতে গিয়েছিলেন। তদন্তে গিয়েই হামলার মুখে পড়তে হল তাঁদের।
সেই বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনআইএ। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি হাজিরা দেননি। এরপরেই আজ, শনিবার সকালে সেই বলাই মাইতির খোঁজে গ্রামে যায় NIA টিমের সদস্যরা। তাঁকে খুঁজে গাড়িতে নিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসী তাঁদের গাড়ি ঘিরে ধরে।
এই সময় কিছু গ্রামবাসী ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। দুই তরফে কথা বলার সময় NIA টিমের গাড়ির উপর হামলা চালানো হয়। দুইজন আধিকারিক সামান্য আহত হন। এই ঘটনার পরই NIA টিমের সদস্যরা স্থানীয় থানায় অভিযোগ জানতে গিয়েছে। তাঁদের তরফে অভিযোগ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি এলাকায় রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়েছিল ইডি অধিকারিরকরা। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি আধিকারিকদের একটি টিম। সেখানেও বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। পরে তাঁদের গাড়ির উপর হামলা চালানো হয়েছিল। কয়েকজন ইডি আধিকারিক গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘটনায় বর্তমানে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান।
