NIA : সন্দেশখালির পর ভূপতিনগর, তদন্তে গিয়ে এবার আক্রান্ত NIA আধিকারিকরা – nia team members attacked by some hooligans at purba medinipur


রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। ভোটের মুখে এবার তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে।ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি টিম এদিন ভূপতিনগরে যায় তদন্তের স্বার্থে। একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে যায় তাঁরা। এরপর এলাকার এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সেই সময় তাঁদের গাড়ি ঘিরে ধরে কিছু গ্রামবাসী। ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য দাবি করা হয় বিক্ষোভকারীদের তরফে। দুই তরফে বচসা চলার পর এনআইএর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে যায়। পুরো টিমের মধ্যে দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলে জানতে পারা গিয়েছে।

জানা গিয়েছে, ২০২২ সালে ঘটে যাওয়া একটি বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। আদালতের নির্দেশে সেই বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছিল এনআইএর হাতে। আদালতের নির্দেশ মতোই তাঁরা সেখানে তদন্ত করতে গিয়েছিলেন। তদন্তে গিয়েই হামলার মুখে পড়তে হল তাঁদের।

সেই বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনআইএ। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি হাজিরা দেননি। এরপরেই আজ, শনিবার সকালে সেই বলাই মাইতির খোঁজে গ্রামে যায় NIA টিমের সদস্যরা। তাঁকে খুঁজে গাড়িতে নিয়ে যাওয়ার সময় কিছু গ্রামবাসী তাঁদের গাড়ি ঘিরে ধরে।

Fact Check: NIA-এর সমীক্ষায় মোদী-বিরোধী সেন্টিমেন্টে উস্কানি! ভুয়ো পোস্টের সত্যতা জানুন
এই সময় কিছু গ্রামবাসী ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। দুই তরফে কথা বলার সময় NIA টিমের গাড়ির উপর হামলা চালানো হয়। দুইজন আধিকারিক সামান্য আহত হন। এই ঘটনার পরই NIA টিমের সদস্যরা স্থানীয় থানায় অভিযোগ জানতে গিয়েছে। তাঁদের তরফে অভিযোগ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি এলাকায় রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়েছিল ইডি অধিকারিরকরা। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি আধিকারিকদের একটি টিম। সেখানেও বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। পরে তাঁদের গাড়ির উপর হামলা চালানো হয়েছিল। কয়েকজন ইডি আধিকারিক গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ঘটনায় বর্তমানে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *