দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে NIA। ভূপতিনগরে তল্লাশি চালিয়ে নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা এবং চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে NIA তরফে। এর মাঝেই NIA বিবৃতি দিয়ে জানায়, ওই দুই অভিযুক্তের মধ্যে বলাইচরণ মাইতি বোমা তৈরির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। বোমা নিক্ষেপ করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন তাঁরা। তদন্তের স্বার্থে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।

NIA-এর প্রেস বিবৃতি
NIA তাঁদের বিবৃতিতে আরও জানায়, মোট পাঁচ জায়গায় তল্লাশি চালিয়েছে তাঁরা। বলাইচরণ মাইতির পাশাপাশি মনোব্রত জানার বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তাঁরা। সেখানে তল্লাশি চালাতে গিয়ে তাঁদের বাধার সম্মুখীন হতে হয়। তাঁদের গাড়ির উপর আঘাত করা হয়। এরপর স্থানীয় ভূপতিনগর থানায় যেতে গিয়েও তাঁদের বাধার সম্মুখীন হতে হয়। সেখানে থানায় তাঁরা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের নারুয়াবিলার গ্রামে রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সেই ঘটনারই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যদিও, গোটা বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। ভোটের মুখে তৃণমূল কংগ্রেস কর্মী, বুথ এজেন্টদের তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এজেন্সি ব্যাবহার করছে বলে দাবি করা হয় তাঁদের তরফে। অন্যদিকে, এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দুপুরেই জেলা প্রশাসনের কাছে এই ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।