TMC Kolkata : কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ নিয়ে কমিশনে চিঠি, রবিতে ভূপতিনগর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল – trinamool congress appeal to election commission for meeting on misuse of central agencies


কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই, এনআইএর মতো এজেন্সিগুলির ‘অপব্যবহার’ করছে। ভোটের মুখে এরকম ঘটনায় ‘ধৈর্যচ্যুতি’ ঘটছে তৃণমূলের। সেই কারণে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ১০ জনের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আর্জি জানিয়ে চিঠি দিয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।শনিবার ভূপতিনগরের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকদের তল্লাশি করতে হামলার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ তোলা হয়। পালটা, তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, পুলিশকে না জানিয়ে তল্লাশি চালাতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সরকার ভোটের মুখে তৃণমূল কর্মীদের হেনস্থা করতেই এজেন্সিকে কাজে লাগাচ্ছে বলে দাবি তাঁদের।

সেই কারণেই, এবার কমিশনের দ্বারস্থ হতে চাইছে তৃণমূল কংগ্রেস। আজকেই তৃণমূল কংগ্রেসের তরফে একটি চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনে। সেখানে ১০ জনের প্রতিনিধিদের তালিকা দিয়ে কমিশনের সময় চেয়ে নেওয়া হয়েছে। ভোটের মুখে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন কেন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে, সেই নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানতে চাইছে তৃণমূল কংগ্রেস।

এদিনের ঘটনার পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের একটি নির্বাচনী সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, ‘ওখানে মহিলারা কোনও আক্রমণ করেনি। NIA গ্রামে গিয়ে হামলা করেছে।’ তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী, নির্বাচনী এজেন্টদের তুলে নেওয়ার জন্যেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যাবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। দুদিন আগেই রাজ্যে এনআইএ তল্লাশির ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও।

NIA Attacked In West Bengal : ভূপতিনগরে ধৃত দু’জনেই বিস্ফোরণকাণ্ডে যুক্ত, বিবৃতি জারি NIA-এর
এদিন একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছি। এছাড়া আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজনকে কাল ভূপতিনগরে যাওয়ার জন্য নির্বাচিত করেছেন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ রবিবার সেখানে যাবেন। ওঁরা যে যে তথ্য পাবেন, সেটা সংবাদমাধ্যমের সামনে নিশ্চয়ই শেয়ার করবেন।’ প্রসঙ্গত, ভূপতিনগর থেকে শনিবার দুইজনকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। তাঁদেরকে কলকাতায় নিয়ে আসা হয়। দুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *