পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেবকে এবারেও দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই এবার দেব-এর উপরেই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পাল্টা বিজেপি তারকা প্রার্থী হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি।
হিরণকে কটাক্ষ করে এদিন অভিষেক বলেন, ‘সব সময় মিথ্যা কথা বলতে নেই। দু একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যাবে। তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে। খড়গপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন হিরণ। নিজের কেন্দ্রে হিরণ আদৌ কোনও উন্নয়নের কাজ করেননি বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘আগে নিজের কেন্দ্র সামলান, তারপর ঘাটালে লড়তে আসবেন।’
আগে নিজের কেন্দ্র সামলান, তারপর ঘাটালে লড়তে আসবেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যোগদান করতে যাননি বলে আগে দাবি করেছিলেন তিনি। তবে তার জবাবে এদিন অভিষেক বলেন, ‘উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যায়নি। আমি আবার বলব, সংবাদ মাধ্যমের সামনে সেটা আরেকবার বলুক। আমি সিসিটিভি ফুটেজটা ছাড়বো। কত ধানে কত চাল, সেটা বোঝা যাবে।’
এদিনের সভা থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে আশ্বাস দেন অভিষেক। এই প্রজেক্টের কথা মাথায় রেখেই মানুষ এবার ভোট দেবেন এবং ঘাটাল কেন্দ্র থেকে দেবকে জেতাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে আবদার করেছিলেন, সেটা তাঁর ন্যায্য দাবি। রাজ্য সরকার এই প্রকল্পে পুরো টাকা বহন করে এই প্রকল্পকে বাস্তবায়িত করবে বলে আশ্বাস দেন তৃণমূলের সেনাপতি।