জানা গিয়েছে, কালিম্পং ভিত্তিক সংগঠন গোর্খা গৌরব সংস্থা এই হাটের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির গোর্খা হাট গোর্খা সম্প্রদায়ের লোকেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সাহায্য করবে। এমনকি পাহাড়ের ব্যবসায়ীরাও ব্যবসার হাল হকীকত সম্পর্কে জানতে পারবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক-সহ হিল স্টেশনের বিভিন্ন এলাকা থেকে স্টল দেওয়া হয়েছে এই হাটে। মোট ১০০টি স্টল বসেছে এই হাটে। নানা ধরনের গোর্খা খাবার, গোর্খা ট্র্যাডিশনাল ড্রেস, জুয়েলারি ছাড়াও নানান জিনিস যা তাঁদের ঐতিহ্যকে তুলে ধরে। পাহাড়ের প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী এই হাটে অংশগ্রহণ করেছেন।
শিলিগুড়ি অন্যতম ব্যস্ত ব্যবসায়িক শহর। পাহাড়ে যাওয়ার জন্য অন্যতম গেটওয়ে হল এই শহর। প্রতিদিনই হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে এই শহরে। সেই কারণে এই শহরকে হাট বসানোর উপযুক্ত জায়গায় বলেই মনে করছেন উদ্যোক্তারা। পাশাপশি, পাহাড়ের প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী এখানে এই হাটের মাধ্যমে তাঁদের বাড়তি উপার্জনের পথ খুঁজে পাবেন বলে মনে করছেন তাঁরা।
কালিম্পং, মিরিক-সহ পাহাড়ের অনেক জায়গায় এই হাটের আয়োজন করা হয়েছিল বিগত কয়েক বছরে। তবে এবার পাহাড়ের লোক সংস্কৃতিকে সর্ব স্তরের মানুষের সামনে তুলে ধরতে এবং আরও বেশি সংখ্যক পর্যটকদের কাছে সেটি পৌঁছে দিতে এবার শিলিগুড়িতে এই হাটের আয়োজন করা হল। গোর্খা সম্প্রদায়ের লোকেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই হাট খুবই উপযোগী হবে বলেই মনে করছেন তাঁরা। তাহলে অপেক্ষা কেন? ঘুরে আসুন এই গোর্খা হাটে।