Mrunal Thakur at Siddhivinayak Temple : মা-বাবাকে নিয়ে সিদ্ধি বিনায়ক দর্শনে ম্রুণাল – mrunal thakur visited siddhivinayak temple with her parents after the family star released watch video


৫ এপ্রিল মুক্তি পেয়েছে ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি ফ্য়ামেলি স্টার। অন্যদিকে, ৭ মার্চ বাবার জন্যদিন তাই মন্দিরে ছুটেছিলেন ম্রুণাল ঠাকুর। মা-বাবাকে সঙ্গে নিয়ে সিদ্ধি বিনায়ক দর্শন করতে গেলেন ম্রুণাল ঠাকুর। সাউথ সিনেমা থেকে হিন্দি ছবিতে এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন ম্রুণাল ঠাকুর। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতি সুপারস্টার নানির সাথে একটি সিনেমা করেছিলেন যা ভূয়সী প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। এবারে তাঁকে দেখা গেল সিদ্ধি বিনায়ক মন্দিরে। বলিপাড়ার লোকজনেদের প্রায়শই যতোয়াত রয়েছে এই মন্দিরে। নিজের মনসকামনা পূর্ণ করতে অনেকএই চলে আসেন এখানে, তেমনি এদিন এলেন এই অভিনেত্রী। যাকে দেখার জন্য ভিড় দেখা গিয়েছিল ফ্যানদের। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *