একদিকে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, জলপাইগুড়ির সভা থেকে রাজ্যে দুর্নীতি দমনে আরও কঠোর ব্যবস্থার ব্যাপারে আগাম আভাস দিয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জলপাইগুড়ির সভা থেকে মোদীর হুঁশিয়ারি, ‘তৃণমূল, বাম ও কংগ্রেস একে অপরকে বাঁচাতে ইন্ডিয়া জোট করেছে।’ এরপরেই তিনি বলেন, ‘আমি বলি দুর্নীতি হঠাও, ওরা বলে দুর্নীতিবাদ বাঁচাও। আগামী ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরও বড় তদন্ত হবে।’ অর্থাৎ, দেশ জুড়ে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেন্দ্রীয় সরকারের তরফে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন মোদী।
রাজ্যে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ তুলে বললেন, ‘দুর্নীতিগ্রস্তদের জেলে থাকতে হবে। এটাই মোদীর গ্যারান্টি।’ তাঁর বক্তৃতায় উঠে আসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের NIA আধিকারিকদের বিরুদ্ধে আক্রমণের ঘটনার কথা। তিনি বলেন, ‘তৃণমূলদের তোলবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা চালাচ্ছে।’ তাঁর দাবি, বাংলার সব ক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে।
বিস্তারিত আসছে…