NIA : তৃণমূলের অভিযোগের পালটা বিবৃতি NIA-র, জিতেন্দ্রর সঙ্গে বৈঠকের জবাব কই? খোঁচা অভিষেকের – abhishek banerjee criticised nia for not clarifying bjp connection in their statement


এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে, এই দাবি তুলে রবিবার সাংবাদিক বৈঠক করা হয়েছে তৃণমূলের তরফে। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের শাসক দল। পালটা, বোমা বিস্ফোরণ কাণ্ডে আইনানুগ ভাবেই তদন্ত হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতি জারি এনআইএর। তবে, তৃণমূলের তরফে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যে বৈঠকের কথা দাবি করা হয়েছে, সেই সম্পর্কে নিজেদের বিবৃতিতে কিছু জানায়নি NIA। বিষয়টি নিয়ে পালটা খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রবিবার সকালেই কিছু প্রামাণ্য তথ্য তুলে ধরে তৃণমূলের তরফে দাবি করা হয়, এনআইএর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এমনকি, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির তরফে যে তালিকা দেওয়া হয়েছিল, সেই তালিকা ধরে ধরে তৃণমূল নেতাদের গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়।

পালটা, এদিন বিবৃতি দিয়ে এনআইএ দাবি করে সম্প্রতি তাঁরা যে তদন্ত করছেন, সেটা সম্পূর্ণ আইনানুগ এবং আদালতের নির্দেশ অনুযায়ী করা হয়েছে। বিষয়টিকে নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে দাবি করা হয় এনআইয়ের তরফে। ২০২২ সালের বোমা বিস্ফোরণের ঘটনার জন্যেই তাঁরা তদন্তে করতে গিয়েছিলেন। সেখানেই, তাঁদের এক অফিসারকে নিগ্রহ হতে হয়। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তবে, আইনানুগ পদ্ধতিতে তাঁরা ওখান থেকে দুইজনকে গ্রেফতার করে নিয়ে আসেন বলে দাবি করে NIA।

Kunal Ghosh on Bhupatinagar Incident : ‘বিজেপির থেকে টাকা নিয়ে ভূপতিনগরে যায় NIA’, অভিযোগ কুণালের

তবে, তাঁদের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিবৃতিতে নিজেদের বক্তব্য তুলে ধরলেও তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এসপি ধনরাম সিংহের বৈঠক হয়েছে বলে যে অভিযোগ করা হয়, সেই অভিযোগ সম্পর্কে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি তাঁদের বক্তব্যে।

Trinamool Congress: সন্ধেবেলা গোপনে NIA আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ BJP নেতা জিতেন্দ্র তিওয়ারির! বিস্ফোরক তৃণমূল
বিষয়টি নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদর্শ আচরণবিধি চালু কার্যকর থাকাকালীন গত 26 শে মার্চ আপনার এসপি ধন রাম সিংয়ের সঙ্গে বিজেপির জিতেন্দ্র তিওয়ারি কলকাতায় তাঁর বাসভবনে দেখা করেছেন কিনা দয়া করে পরিষ্কার করুন? উপরন্তু, আমাদের কাছে তথ্য রয়েছে যে তিনি একটি পার্সেল নিয়ে এসেছিলেন এবং 52 মিনিটের পরে খালি হাতে ফিরে এসেছেন৷’ এই অভিযোগকে কেন্দ্র করে NIA কেন স্পষ্ট বক্তব্য জানাল না, সে ব্যাপারে খোঁচা দেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *