Saumitra Khan,’ভগবান ওঁকে সুমতি দিন’, সুজাতাকে নিয়ে সৌমিত্রর গলায় ‘অন্য সুর’ – saumitra khan special message for sujata mondal details is here


সৌমিত্র এবং সুজাতা-ব্যক্তিগত জীবনে তাঁরা আলাদা চলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু,রাজনীতিতে বারবার একে অপরের মুখোমুখি হচ্ছেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল এবং BJP-র প্রার্থী সৌমিত্র খাঁ। প্রাক্তন এই যুগল আজ প্রতিপক্ষ। আর একাধিকবার একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁরা।কিছুদিন আগেই প্রচারে নেমে একটি সেলুনে গিয়ে আচমকাই চুল কাটতে শুরু করে দেন সুজাতা মণ্ডল। এরপর সৌমিত্রকেও একটি সেলুনে গিয়ে জনসংযোগ করতে দেখা যায়। সবমিলিয়ে রাজনীতির ময়দানে তাঁদের জোর টক্কর চলছে। সুজাতা অভিযোগ করেছিলেন, সৌমিত্র খাঁ তাঁকে নকল করছে। এবার পালটা জবাব দিলেন সৌমিত্রও। রবিবার বড়জোড়ার কদমায় নির্বাচনী প্রচারে যোগ দেন তিনি। সেখানে তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুজাতা বলেন, ‘ভগবান ওঁকে সুমতি দিন। আমরা মোদীদির নকল করি। তাঁর দেখানো পথে এগিয়ে যায়।’

সুজাতাকে যে তিনি নকল করছেন না, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি তাঁর আরও দাবি, বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়লাভ করবে BJP। যদিও দ্বিতীয় স্থানে কে থাকবেন? তা নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি সৌমিত্র। তিনি বলেন, ‘এই বার আমাদের লক্ষ্য ৪০০ পার। মোদীজির দেখানো পথে হেঁটে আমরা তা করব। কে কত নম্বরে থাকবে তা দেখা আমার কাজ নয়’। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছু কারণে বিগত বিধানসভা ভোটে বড়জোড়া কেন্দ্রটি আমরা জিততে পারিনি’। এবার এই বিধানসভা কেন্দ্রে তাঁরা ৪০ হাজার ভোটে এগিয়ে থাকবেন বলে দাবি করেন।

‘ফুঁ দিয়ে এবার বিজেপিকে উড়িয়ে দেব’ কটাক্ষ সুজাতা মণ্ডলের

উল্লেখ্য, সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের সম্পর্কের তিক্ততা শুরু হয়েছিল ২০২১ সালে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা মণ্ডল। সেই সময় ক্যামেরার সামনে হাপুস নয়নে কাঁদতে দেখা যায় সৌমিত্রকে। তাঁর বাড়ি লক্ষ্মী ‘চুরি করে’ নিয়ে গিয়েছে, এই অভিযোগকে সামনে রেখেও সরব হয়েছিলেন তিনি।

প্রচারে নিজেকে রাধার সঙ্গে তুলনা, খোলও বাজালেন সুজাতা

এরপর রাজনীতির হাঁড়িকাঠে বলি হয়েছিল সৌমিত্র-সুজাতার সম্পর্ক। প্রথম প্রথম সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছিলেন সুজাতা। যদিও পরে তাঁদের সম্পর্ক আরও তিক্ত হয়। এরপর তাঁরা আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। সুজাতা মণ্ডলের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে সংসার পেতেছেন সৌমিত্র। আপাতত ভোট ময়দানে তিনি এবং সুজাতা মুখোমুখি। এখন দেখার ভোটের ফলাফলে কার ঠোঁটে হাসি ফোটে!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *