গরমের তীব্রতার পর দক্ষিণবঙ্গে অবশেষে দেখা দিয়েছে কালবৈশাখী। এই ওয়েদারে অনেকেই হয়ত ভাবছেন বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করবেন। এরকম প্ল্যান থাকলে আগে থেকেই সতর্ক হন। নাহলে টানতে হতে পারে জেলের ঘানিও। লোকসভা ভোটের জন্য যত্রতত্র মদ খাওয়ার উপর কড়া বিধিনিষেধ জারি হয়েছে কমিশনের তরফে। তাই রাজ্য আবগারি দপ্তরের কর্তারা আগে থেকেই সতর্কবার্তা দিচ্ছেন।
Source link
