Cyber Crime,মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করতেই গায়েব লাখ লাখ টাকা, নয়া প্রতারণা হলদিয়ায় – cyber crime allegation by a business man from haldia purba medinipur


ফের নয়া কায়দায় সাইবার প্রতারণা। মোবাইলে আসা অযাচিত একটি লিঙ্কে ক্লিক করতেই বিপদ। এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব দুই লাখ টাকার বেশি। সর্বশান্ত ওই ব্যক্তি হাজির হয়েছেন পুলিশের কাছে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়।আবারও সাইবার প্রতারকের ফাঁদে পড়লেন শিল্প শহর হলদিয়ার এক ব্যবসায়ী। খোয়ালেন দুই লক্ষাধিক টাকা। হলদিয়ার দুর্গাচকের এক ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ী তাঁর মোবাইলে আসা একটি লিঙ্ক ভুলবশত ক্লিক করে ওটিপি শেয়ার করতেই তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। তিনি দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, বিভাস রঞ্জন ছাটুই নামে দুর্গাচকের এক ব্যবসায়ীর সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটেছে। তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ২ লাখ ২৪ হাজার ৩৮৮ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার প্রচার করা সত্ত্বেও কিছু কিছু মানুষ সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পা দিচ্ছেন৷ খোয়াচ্ছেন লাখ লাখ টাকা। কবে ফিরবে হুশ সাধারণ মানুষে? প্রতিরোধে রাস্তা কি এই সব ভাবাচ্ছে সাধারণ মানুষকে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের সাইবার প্রতারণার ঘটনা ঘটছে নিত্যদিনই। মোবাইলে আসা লিঙ্ক, বা কোনও প্রলোভন দেখানো হলে সেগুলিকে গুরুত্ব না দেওয়ার জন্য বারংবার সচেতন করা হচ্ছে পুলিশের তরফে। এরপরেও একাধিক প্রতারণার ঘটনা ঘটে চলছে রাজ্য জুড়ে। হলদিয়ায় সাইবার প্রতারণার ঘটনা নেহাত নতুন নয়। বিগত কয়েক বছরে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন একাধিক মানুষ।

সাইবার অপরাধের শিকার? নাগরিক পরিষেবায় দারুণ উদ্যোগ নিউ ব্যারাকপুর থানায়
কিছুদিন আগেই হলদিয়ার দুর্গাচক থানার অন্তর্গত বিরিঞ্চিবেড়া এলাকার এক বাসিন্দা সাইবার প্রতারণার শিকার হন। তাঁর ফোনে এক মহিলা কণ্ঠ ফোন করে জানায় তাঁর জন্য একটি ব্যাঙ্ক লোনের অফার আছে। সেই প্রতারণার ফাঁদে পা দেন ওই ব্যক্তি। এরপরেই ওই ব্যক্তিকে খোয়াতে হয় প্রায় ১৪ লাখ টাকার বেশি। এরপর তিনি হলদিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। এরকম আরও একাধিক ঘটনা ঘটে চলছে হলদিয়া শহর জুড়ে। সেই কারণেই সাধারণ মানুষের সজাগ থাকার ব্যাপারে সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *