Jitendra Tiwari,’সাহস থাকলে অবিলম্বে মামলা করুন’, এবার জিতেন্দ্রকে পালটা চ্যালেঞ্জ শশীর – tmc leader shashi panja has challenged jitendra tiwari in nia issue


এনআইএ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গোপন বৈঠক হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আবার পালটা জিতেন্দ্র তিওয়ারি শাসক দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে এই মন্তব্য তৃণমূল ফিরিয়ে না নিলে মানহানির মামলা ঠুকবেন তিনি। আর জিতেন্দ্র এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী শশী পাজা।শশী পাঁজা বলেন, ‘জিতেন্দ্র তিওয়ারি সাত দিন পরে মানহানির মামলা করার কথা কেন বলছেন? যদি তাঁর সাহস থাকে তবে তিনি অবিলম্বে মামলা করুন।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে নির্বাচনে ভোটের লড়াই হওয়া উচিত, কিন্তু বাংলাকে ক্রমাগত অপমান করছে বিজেপি। বিরোধীদের সবাইকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এবং নিজেকে সাধু বলে দাবি করছে।’

শশীর কটাক্ষ, ‘সিবিআই, ইডি এবং আয়কর দফতর প্রতিদিন সারাদেশে বিজেপি নেতাদের ছাড়া বিরোধী শাসিত রাজ্যগুলিতে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতার করা হয়েছে দুই বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে। স্বাধীনতার পর প্রথমবার আমরা দেখলাম নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল। বিরোধী নেতাদের মানহানি করে গ্রেফতার করা বিজেপির ষড়যন্ত্র।’

রবিবার এক সাংবাদিক বৈঠকে একটি রেজিস্ট্রার সামনে রেখে সেখানে লেখা ঠিকানা পড়ে শোনান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই ঠিকানা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের বাড়ির ঠিকানা বলেও দাবি করেন কুণাল। যদিও কুণালের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পালটা জিতেন্দ্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমি আমার নাম কোথাও লিখেছি তা পারলে প্রমাণ করে দেখাক, তৃণমূল কোনওদিন বলবে বিজেপির লোকেরা ভালো? রোজ একটা করে অভিযোগ আনলে তো তা সত্যি না কি মিথ্যা, প্রমাণ করা সম্ভব নয়!’
‘NIA অফিসারের সঙ্গে গোপন বৈঠক জিতেন্দ্রর’, তৃণমূলের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন BJP নেতা

প্রসঙ্গত, ভূপতিনগরকাণ্ডে এনআইএ-র অভিযানকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। ভূপতিনগরে তদন্তে গিয়ে গ্রামবাসীদের একাংশের বাধার মুখে পড়তে হয় এনআইএ কর্তাদের। এমনকী এনআইএ-র ওপর হামলাও চালান হয়। গাড়ির কাচ ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এনআইএ স্থানীয় থানাকে না জানিয়ে গিয়েছে বলে অভিযোগ করতে থাকে তৃণমূল। একইসঙ্গে বিজেপির কথাতেই এনআইএ অভিযান চালাচ্ছে বলেও তৃণমূলের তরফে দাবি করা হয়। আর সেই দাবির সূত্র ধরেই উঠে আসে জিতেন্দ্র তিওয়ারির নাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *