পালটা জবাব সৌমিত্রর
এর প্রেক্ষিতে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, ‘আমি চাইছি আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সামনে নিয়ে আসুন। এবার স্বামী স্ত্রীর কোথায় কোন পুরনো ছবি থাকল, কার ছবি দিলেন, সেটা আলাদ ব্যাপার। শুধু এটুকুই বলব, দম থাকবে অরিজিনালভাবে নিয়ে আসুন, মিথ্য বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না, বিষ্ণুপুরের মানুষকে দেবেন না। সৌমিত্র খাঁ চোর নয়, সৌমিত্র খাঁ কোনও মেয়েকে পোষেনি।’
মুখ খুললেন সুজাতা
এদিকে এর প্রেক্ষিতে সুজাতা মণ্ডল এই সময় ডিজিটালকে বলেন, ‘তিনি (সৌমিত্র খাঁ) শিলিগুড়ির বিজেপির জেলা সভাপতির স্ত্রীকে পুষে রেখেছেন। আমি থাকতে থাকতেই তো পুষে রেখেছেন। আমি কেন্দ্রীয় সরকারের নেতৃত্বকে বলব, একটা নারীর লড়াইকে, ধর্মের লড়াইকে সমর্থন করুন। আর কেন্দ্রীয় সরকারকে বলছি, যারা ফরেন্সিক এজেন্সি আছে, সেই টিমক বলব, আপনারা তদন্ত করুন যে শিলিগুড়ির বিজেপির জেলা সভাপতি বহরমপুরে গাড়ি দুর্ঘটনায় রহস্যজনকভাবে মারা গেলেন কেন? স্ত্রীকে নিয়ে বিলাসব্যাসন করাটা তিনি মেনে নিতে পারছিলেন না বলেই কি বহরমপুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে হয় তাঁকে? আমি চাই শিলিগুড়ির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর মৃত্যু রহস্যের তদন্ত হোক।’ একইসঙ্গে বাঁকুড়া আদালতে ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি সৌমিত্র খাঁয়ের সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে বলেও এদিন জানিয়েদেন সুজাতা।
প্রসঙ্গত, সুজাতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন সৌমিত্র খাঁ। সুজাতা তাঁর বাড়ি থেকে চলে যাওয়ার পর, বাবা ও মায়ের চাপেই তিনি ফের বিয়ে করেন বলে কিছুদিন আগে জানিয়েছিলেন সৌমিত্র।