জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার ব্যারাকপুরে শ্যুটিংয়ের মাঝে আহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনদিন ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ছিলেন তিনি। এবার বাড়ি ফিরে, আগামী কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন চিকিত্সক, জানালেন পরিচালক-অভিনেতা।
আরও পড়ুন- Aparajito in Nandan: মুক্তির ২ বছর পর নন্দনে ‘অপরাজিত’, কবে-কখন শো?
সোমবার পরিচালক-অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম… এই কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি’।
জানা যায় যে শুক্রবার শ্যুটিং চলাকালীন আহত হন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বহুরূপী’। সম্প্রতি ছবির শ্যুটিং চলছিল ব্যারাকপুরে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। তবে তাঁদের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করতে দেখা যাবে শিবপ্রসাদকে। জানা যায় যে শুক্রবার ছবির শ্যুটিং চলাকালীন একটি অ্যাকশনের দৃশ্যে শ্যুট করার সময় কোমরে চোট পান শিবপ্রসাদ। ফ্লোরে সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায়ও।
আরও পড়ুন- Kangana Ranaut: রাজনীতিতে পা রেখেই বাড়ছে সম্পত্তি? নয়া বিতর্কে কঙ্গনা…
সূত্রের খবর, বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ ও আবীর শুটিং করছিলেন। ছবিটি থ্রিলারধর্মী। ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে। শিবপ্রসাদের সঙ্গে অন্য এক জন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যতেই ঘটে বিপত্তি। সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ। এই ঘটনার পরই শিবপ্রসাদকে তড়িঘড়ি কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আপাতত বাড়ি ফিরেছেন তিনি। খুব শীঘ্রই ফিরবেন শ্যুটিং সেটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)