Tree Plantation : প্রতিটি ভোট কেন্দ্রে বৃক্ষরোপণ, নির্বাচনের আগে অভিনব কর্মসূচি রানাঘাটে – tree plantation programme at ranaghat sub division amidst lok sabha election


তপ্ত গরমে গাছ লাগানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকেই। প্রচণ্ড দাবদাহের মধ্যে সামনেই আবার লোকসভা নির্বাচন। টানা প্রায় দেড় মাস ধরে চলবে নির্বাচনী প্রক্রিয়া। পরিবেশের কথা মাথায় রেখে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে রানাঘাট মহকুমা প্রশাসন একটি অভিনব উদ্যোগ নিতে চলেছে। মহকুমা জুড়ে প্রতিটি ভোটকেন্দ্রে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।নদিয়া জেলার রানাঘাট মহকুমা এলাকায় এই বৃক্ষরোপণের চিন্তাভাবনা করা হয়েছে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে। আগামী ১২ই এপ্রিল রানাঘাট মহকুমার আঞ্চলিক অধিক্ষেত্রে থাকা ৭৫৩ টি ভোটগ্রহণ কেন্দ্রে একযোগে বৃক্ষরোপণ করা হবে। এটি যেহেতু ২০২৪ সাল সেই কারণে (চলতি সাল মাথায় রেখে) মোট ২০২৪ টি চারাগাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেইমতো প্রতি কেন্দ্রে গড়ে ৩ টি করে গাছের চারা বিতরণ করবে মহকুমা প্রশাসন।

প্রতিবারেই নির্বাচনের আগে বিভিন্ন সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। ভোটারদের শিক্ষাদান, নির্বাচনের প্রয়োজনীয়তা, মহিলাদের ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়। এর মাঝেই এবার একটি নতুন কর্মসূচি নিচ্ছে রানাঘাট মহকুমা প্রশাসন। পদ্ধতিগত ভোটারদের শিক্ষা ও নির্বাচনী অংশগ্রহণ কর্মসূচী(SVEEP Activities) র অন্তর্গত রানাঘাট মহকুমা প্রশাসনের এই বিশেষ উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘Chunav ka Parv, Desh ka Garv’। আগামী ১২ এপ্রিল সকাল ১০ টা থেকে এই কর্মসূচি গ্রহণ করা হবে।

কী কী থাকছে থাকছে এই কর্মসূচিতে?

  • প্রতি কেন্দ্রে ৩টি চারাগাছ রোপণ করবেন একজন করে মহিলা, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেন ভোটার। পরবর্তীতে সেই চারাগাছগুলির দেখ-ভাল করবেন এলাকার স্কুল/কলেজের ছাত্রছাত্রী বা অঙ্গনওয়াড়ী কর্মীরা। প্রতিটি চারাগাছের সঙ্গে মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি করে বার্তাবহ পোস্টারও দেওয়া হবে।
  • এছাড়াও এই অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রের নতুন ভোটার, বিশেষ করে নতুন মহিলা ভোটার, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেন ভোটার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণে জোর দেওয়া হবে।
  • এই উদ্যোগের মূল লক্ষ্য, নৈতিক ও স্বচ্ছ ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুপ্রাণিত করা। প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা থেকে যতটা সম্ভব দূরে থেকে ভোটপক্রিয়া সম্পন্ন করতে এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী ভোটারদের শপথ নেওয়ানো হবে ‘ Ethical & Green Voting’ এর। অঙ্গীকার-পত্রে স্বাক্ষরও করবেন তাঁরা।

Delhi-Dehradun Expressway: রাস্তা তৈরির জন্য ৭৫০০ গাছ বলি
এছাড়াও প্রতিটি কেন্দ্রে বুথ ভিত্তিক সচেতনতা গ্রুপের সদস্যরা, ভোটারদের সামনে নির্বাচন সংক্রান্ত নানান তথ্য তুলে ধরবেন। যেমন, C-Vigil, Know your candidate app, Saksham app ইত্যাদি সম্পর্কে তাঁদের অবহিত করা হবে। বিশেষ কিছু কেন্দ্রে রানাঘাটের মহকুমা শাসক এবং রানাঘাট মহকুমার চারটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা উপস্থিত থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *