অন্যদিকে, সোমবার রাতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তাঁরা। বিষয়টি নিয়ে দিলীপ বলেন, ‘যাঁদেরকে গালাগাল দিত, যাঁদের সমালোচনা করতে, এমন পরিস্থিতি আজকে তাঁদের পায়ে গিয়ে পড়তে হয়েছে।’ তাঁর দাবি, আজকে তৃণমূল কংগ্রেসের হাল খারাপ হয়েছে, সেই কারণে একদিন রাজ্যপালের অফিস, একদিন নির্বাচন কমিশনের অফিসে যেতে হচ্ছে তাঁদের।
সোমবারই চারটি কেন্দ্রীয় এজেন্সির প্রধানকে বদলের জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। NIA তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহপ্রকাশ করে কমিশনকে নালিশ জানিয়েছে তাঁরা। তবে দিলীপের বক্তব্য, ‘NIA যেখানে যাচ্ছে, সেখান তাঁরা বিভিন্ন নথি, টাকা-পয়সা উদ্ধার করছে। জনগণ এগুলি তো দেখতে পাচ্ছে। জনগণ এগুলি দেখতে পাচ্ছে বলে তাঁদের কাছে যেতে পাচ্ছে না। এজেন্সিকে দোষ দিয়ে কোনও লাভ নেই।’
NIA এসপির সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক নিয়ে বেশ কিছু প্রামাণ্য নথি তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আনা হবে বলে তাঁদের তরফে দাবি করা হয়েছে। এমনকি, এর কিছু নথি দেওয়ার পরেও কেন কমিশন কোনও পদক্ষেপ করছে না, সে ব্যাপারে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দিলীপের কটাক্ষ, ‘এখানে ওখানে ফুল-বেলপাতা দিয়ে নির্বাচনে লড়াই করা যায় না। তার জন্য আদালত আছে, তাঁরা ব্যবস্থা নেবেন। চিঠি লিখুন, হয়ে যাবে। কিন্তু, এসবই শোবাজি হচ্ছে, ওঁরা নিজেরাও জানেন এর ভেতরে কিছু নেই, সব ফাঁকা।