Jalpaiguri Lok Sabha : স্করপিও গাড়ি থেকে লাখ লাখ টাকার বীমা, জলপাইগুড়ির প্রার্থীদের কার ট্যাঁকে কত জোর? – jalpaiguri lok sabha constituency bjp tmc cpim candidates property details


উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ আসন জলপাইগুড়ি লোকসভা। বামেদের হাত থেকে এই আসন ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে আনলেও গতবারের লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বিজেপি প্রার্থী। তৃণমূল-বিজেপির পাশাপাশি এই আসন থেকে এবার প্রার্থী দিয়েছে সিপিএম। ত্রিমুখী লড়াইয়ের জলপাইগুড়ির বাসিন্দারা। দেখে নেওয়া যাক একনজরে, এই কেন্দ্রের প্রার্থীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ।বিজেপি প্রার্থীর হালহকিকত

এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন জয়ন্তকুমার রায়। পেশায় তিনি চিকিৎসক। পাশাপাশি, সঙ্গীতশিল্পীও বটে। তাঁর বসতবাড়ি সুশ্রুতনগর, দার্জিলিং।

হাতে নগদ অর্থ: ২০,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ৩,৮০,২১৪ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ৮,৪৬,৫৫২ টাকা
অলঙ্কার: ৩০ গ্রাম সোনা, ৪৮ লাখ টাকা
গাড়ি: মাহিন্দ্রা স্করপিও, দাম: ১৫ লাখ ৫৫ হাজার টাকা
কৃষি জমি: ১.২৮ একর, মূল্য: ১২ লাখ টাকা
অকৃষি জমি: ৪৫৭৩ বর্গ ফুট, মূল্য ২ লক্ষ টাকা
ধারদেনার পরিমাণ: নেই

বিজেপি প্রার্থীর স্ত্রী জয়ন্ত কুমার রায়ের স্ত্রী দেবযানী রায়। তিনি পেশায় কৃষিজীবী।

হাতে নগদ অর্থ: ২০,০০০ টাকা
কৃষি জমি: ৩.৮৪ একর, মূল্য: ৪০ লাখ টাকা
অকৃষি জমি: ৯১,৪৭৬ বর্গফুট, মূল্য: ৩৫ লাখ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ১,৩৪,৩৫৭ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ৪,০২,৬১৭ টাকা
অলঙ্কার: ৩৫০ গ্রাম, মূল্য: ২১ লাখ টাকা

Jalpaiguri Mini Tornado: ঘর বাড়ি হারিয়ে ত্রাণের আশায় জলপাইগুড়ি

সিপিএম প্রার্থীর হালহকিকত

এই কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। পেশায় তিনি হাইস্কুল শিক্ষক। তাঁর বসতবাড়ি মহামায়াপাড়া, কোতয়ালি, জলপাইগুড়ি।

হাতে নগদ অর্থ: ৩৫,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ২৩,০৯,০৪২ টাকা
জীবনবীমার পলিসির অঙ্ক: ৬২,৭৩,৯৮৬ টাকা
অলঙ্কার: নেই
গাড়ি: রয়্যাল এনফিল্ড, মূল্য: ১,৮৬,৩১৯ টাকা
কৃষিজমি: নেই
অকৃষি জমি: নেই
বাড়ি: নিজের নামে নেই
ধারদেনার পরিমাণ: নেই

সিপিএম প্রার্থীর স্ত্রী শ্রীলেখা বিষ্ণু। পেশা তিনিও প্রাথমিক স্কুল শিক্ষক।

হাতে নগদ অর্থ: ১৫,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ১১,৬৫,৭৬৮ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ৩,৪০,০০০ টাকা
অলঙ্কার: ১২৭ গ্রাম সোনার গয়না, মূল্য ৮ লক্ষ টাকা
কৃষি জমি: নেই
অকৃষি জমি: নেই

তৃণমূল প্রার্থীর হালহকিকত

তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে ধূপগুড়ি কেন্দ্রের বিধায়ক নির্মলচন্দ্র রায়। তাঁর বসতবাড়ি বামনতরি, ডাউকিমারি, জলপাইগুড়ি জেলায়। পেশায় তিনি অ্যাসোসিয়েট প্রফেসর।

হাতে নগদ অর্থ: ১,২০,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ৯,১৯,৫৫৭ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ২৩,৮৯,১৩৯ টাকা
অলঙ্কার: ১৫ গ্রাম সোনার গয়না, মূল্য: ৯০,০০০ টাকা
গাড়ি: মারুটি অল্টো, মূল্য ২,৩০,০০ টাকা। মাহিন্দ্রা এক্সইউভি, মূল্য: ১২,১১,০০০ টাকা, হিরো সুপার স্প্লেন্ডার বাইক: মূল্য ৬৮,০০০ টাকা
কৃষি জমি: ০.৬৭ একর, মূল্য ১০,০০,০০ টাকা
অকৃষি জমি: ১০৮০ বর্গফুট, মূল্য ১০,৫০,০০০ টাকা
ধারদেনার পরিমান: নেই

‘জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি…’ মোদীর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন মমতার
তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী প্রীতিকণা মল্লিক। পেশায় তিনিও হাইস্কুলের প্রধান শিক্ষক।

হাতে নগদ অর্থ: ৪৫,১৬০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ২,০২,১৭৩ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ১৩,৪৯,০০০ টাকা
অলঙ্কার: ১০০ গ্রাম সোনার গয়না, মূল্য ৬,৫০,০০০ টাকা
অকৃষি জমি: ৩৮,১৪১ বর্গফুট, মূল্য ১১,৫৫,০০০ টাকা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *