Kolkata Weather,আজও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ইদেও ভিজবে বাংলা? – today west bengal kolkata weather news and rain forecast till thursday


রাজ্য চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। বিগত দু’দিনে শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এক্ষেত্রে বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। আর পরপর কয়েকদিনের বৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিজ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবারও ওই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বুধবার তার সঙ্গে বাঁকুড়া জেলাও যুক্ত হতে পারে। বৃহস্পতিবারও থাকছে বৃষ্টির পূর্বাভাস। আর সেই দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকছে হালকা বৃষ্টির পূর্বাভাস। সেক্ষেত্রে আপাতত সেই অসহনীয় গরমের হাত থেকে দিন কয়েকের জন্য মুক্তি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। এদিকে আজ বা আগামীকাল ঘোষণা হতে পারে ইদ। সেই জায়গা থেকে ইদেও বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, গত সপ্তাগের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কার্যত গরমে নাজেহাল হয়ে গিয়েছিল মানুষ। বেলা বাড়লে রোদের তেজে কার্যত বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে উঠেছিল। কিন্তু রবিবার থেকে যে বৃষ্টির পর্ব শুরু হয়েছে তাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে কি গরম ফের বাড়বে, সেই বিষয়ে অবশ্য প্রশ্ন তৈরি হয়েছে।

কলকাতার আবহাওয়া কেমন?

এদিকে হাওয়া অফিস আরও জানাচ্ছে, শহর কলকতায়া আজ সকালের দিকে আংশিক মেঘলা থাকছে আকাশ। একইসঙ্গে এদিনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। সেক্ষেত্রে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

উত্তরের আবহাওয়ার খবর

এদিকে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে থাকছে বৃষ্টির সম্ভাবনা। এক্ষেত্রে মনে রাখতে হবে, গরম পড়েছে মানেই উত্তরবঙ্গের পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়তে থাকবে। কিন্তু অনেক সময় অতিরিক্ত বৃষ্টিতে রাস্তায় ধস নামার পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে লাগাতার হলে পর্যটকদরে ট্যুর প্ল্যান ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *