Suvendu Adhikari : নজরে বসিরহাট লোকসভা কেন্দ্রে, সন্দেশখালিতে বাড়ি ভাড়া শুভেন্দুর – bjp rent a house for suvendu adhikari in sandeshkhali


এই সময়, সন্দেশখালি: ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ার বাড়িতে তল্লাশিতে এসেছিলেন ইডি আধিকারিকরা। সেদিন ইডি আধিকারিকরাদের পাশাপাশি আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এর কয়েকদিন পর থেকে সন্দেশখালির জনরোষ ও তার জেরে বিক্ষোভের আগুন দিনের পর দিন দেখেছে রাজ্যের পাশাপাশি দেশের মানুষ।সে কারণেই বসিরহাট লোকসভা কেন্দ্র এ বার চর্চার বিষয় হয়ে উঠেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বসিরহাটের প্রার্থী বেছেছেন খোদ প্রধানমন্ত্রী। এ বার সেই শুভেন্দু অধিকারীর জন্যে সন্দেশখালিতে বাড়ি ভাড়া নিচ্ছে বিজেপি।

ভোটের দু’মাস রাজ্যের বিরোধী দলনেতার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালিতে। বিজেপির স্থানীয় নেতা-কর্মীরদের মধ্যেও বাড়তি উৎসাহ চোখে পড়ছে। যদিও সন্দেশখালির তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে আমল দিতে রাজি নন। ঘাসফুলের এক নেতার কথায়, ‘যে কেউ যেখানে খুশি থাকতে পারেন।’

বসিরহাট বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে মাঝেমধ্যেই এসে থাকবেন বলে জানিয়েছেন। সে জন্যই সন্দেশখালি পুকুরপাড়ায় একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। সন্দেশখালি থানা- বিডিও অফিসের কাছেই বাড়িটি। বাড়ির মালিক বাদল দাস। বাদলের বাড়ি সন্দেশখালিতে হলেও তিনি কর্মসূত্রে থাকেন সোনারপুরে।

তিনি নিজেও বিজেপির সমর্থক। বাদল দাস বললেন, ‘দলের তরফে শুভেন্দুবাবুর সন্দেশখালিতে থাকার জন্য আমার বাড়িটি ভাড়া চাওয়া হয়। বাড়িটা ফাঁকাই পড়ে ছিল। শুভেন্দুবাবু থাকবেন বলে বাড়িটি তিন মাসের জন্য ভাড়া নিয়েছে বিজেপি। মাসে কুড়ি হাজার টাকা ভাড়া। কিছু টাকা অগ্রিমও দিয়েছে আমাকে।’

যে বাড়িতে শুভেন্দু থাকবেন সেটি দোতলা। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক বিকাশ সিং বলেন, ‘অশান্ত সন্দেশখালিতে এসে ‌শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকবেন। তারপরেই তিনি ইচ্ছাপ্রকাশ করেন সন্দেশখালিতে এসে বাড়ি ভাড়া করে থাকার। তাই তার জন্য বাড়ি ভাড়া করা হয়েছে।’

বিজেপি শিবিরের বক্তব্য, সন্দেশখালির অশান্তির পরে শুভেন্দু অধিকারী এলে মানুষ তাঁকে সাদরে বরণ করে নিয়েছেন। এরপর তিনি মাঝেমধ্যে এসে থাকবেন বলে দল থাকার ব্যবস্থা করেছে। এ বার বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালিরই রেখা পাত্র। তার উপর শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে এসে থাকার খবরে বিজেপি কর্মী-সমর্থকরা খুবই খুশি।

Trinamool Congress : সন্দেশখালির জনসভায় ভিড় দেখে আত্মবিশ্বাসী তৃণমূল

ভোটের সময়ে শুভেন্দুর মতো নেতা যদি বসিরহাট কেন্দ্রের নির্বাচনের হাল ধরেন, তা হলে বিজেপি বসিরহাটে ভালো ফল করবে বলে আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে শুভেন্দু অধিকারীর জন্যে সন্দেশখালিতে ঘরভাড়া নেওয়ার খবরকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘বাংলায় বিজেপির জেতার সম্ভাবনা নেই। আর বসিরহাট কেন্দ্রে তো নয়ই। সে কথা শুভেন্দু অধিকারীও জানেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *