ভোটের দু’মাস রাজ্যের বিরোধী দলনেতার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালিতে। বিজেপির স্থানীয় নেতা-কর্মীরদের মধ্যেও বাড়তি উৎসাহ চোখে পড়ছে। যদিও সন্দেশখালির তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে আমল দিতে রাজি নন। ঘাসফুলের এক নেতার কথায়, ‘যে কেউ যেখানে খুশি থাকতে পারেন।’
বসিরহাট বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে মাঝেমধ্যেই এসে থাকবেন বলে জানিয়েছেন। সে জন্যই সন্দেশখালি পুকুরপাড়ায় একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। সন্দেশখালি থানা- বিডিও অফিসের কাছেই বাড়িটি। বাড়ির মালিক বাদল দাস। বাদলের বাড়ি সন্দেশখালিতে হলেও তিনি কর্মসূত্রে থাকেন সোনারপুরে।
তিনি নিজেও বিজেপির সমর্থক। বাদল দাস বললেন, ‘দলের তরফে শুভেন্দুবাবুর সন্দেশখালিতে থাকার জন্য আমার বাড়িটি ভাড়া চাওয়া হয়। বাড়িটা ফাঁকাই পড়ে ছিল। শুভেন্দুবাবু থাকবেন বলে বাড়িটি তিন মাসের জন্য ভাড়া নিয়েছে বিজেপি। মাসে কুড়ি হাজার টাকা ভাড়া। কিছু টাকা অগ্রিমও দিয়েছে আমাকে।’
যে বাড়িতে শুভেন্দু থাকবেন সেটি দোতলা। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক বিকাশ সিং বলেন, ‘অশান্ত সন্দেশখালিতে এসে শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকবেন। তারপরেই তিনি ইচ্ছাপ্রকাশ করেন সন্দেশখালিতে এসে বাড়ি ভাড়া করে থাকার। তাই তার জন্য বাড়ি ভাড়া করা হয়েছে।’
বিজেপি শিবিরের বক্তব্য, সন্দেশখালির অশান্তির পরে শুভেন্দু অধিকারী এলে মানুষ তাঁকে সাদরে বরণ করে নিয়েছেন। এরপর তিনি মাঝেমধ্যে এসে থাকবেন বলে দল থাকার ব্যবস্থা করেছে। এ বার বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালিরই রেখা পাত্র। তার উপর শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে এসে থাকার খবরে বিজেপি কর্মী-সমর্থকরা খুবই খুশি।
ভোটের সময়ে শুভেন্দুর মতো নেতা যদি বসিরহাট কেন্দ্রের নির্বাচনের হাল ধরেন, তা হলে বিজেপি বসিরহাটে ভালো ফল করবে বলে আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে শুভেন্দু অধিকারীর জন্যে সন্দেশখালিতে ঘরভাড়া নেওয়ার খবরকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘বাংলায় বিজেপির জেতার সম্ভাবনা নেই। আর বসিরহাট কেন্দ্রে তো নয়ই। সে কথা শুভেন্দু অধিকারীও জানেন।’