‘আল্লাকে ভয় পায় এমন ছেলে চাই…’ শীঘ্রই বিয়ে করছেন নোরা?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাটরিনা, জ্যাকুলিন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিদেশ থেকে এসে বলিউডে নিজের কেরিয়ার তৈরি করেছেন একাধিক অভিনেত্রী। সেই তালিকায় অন্য নাম নোরা ফতেহি(Nora Fatehi)। সময়ের সঙ্গে সঙ্গে নাম যশ সবই পেয়েছেন, তবে এখনও মনের মানুষ পাননি নোরা। কেরিয়ারের লম্বা সময়ে একাধিক মানুষের সঙ্গে নাম জড়ালেও, কোনও সিরিয়াস সম্পর্কে দেখা যায়নি নোরা ফাতেহিকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানান যে এবার সংসার করতে চান অভিনেত্রী। 

আরও পড়ুন- Boney Kapoor| Priyamani: ‘বুড়োভাম! বিরক্তিকর!’ আচমকা প্রিয়ামণির কোমরে হাত, বনি কাপুরের তুলোধনায় নেটপাড়া…

সম্প্রতি ‘কানেক্ট এফএম কানাডা’র সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় নোরা জানালেন, তাঁর সঙ্গী পছন্দের সময় কোন জিনিসে গুরুত্ব দেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন মানুষকে খুঁজছি যে আল্লাকে ভয় পায় এবং যার লালন-পালন খুব ভালো হয়েছে। এর পরে অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে।’ 

নোরা এই প্রসঙ্গে আরও বলেন, ‘আমার এমন একজন দরকার যে ভেতর থেকে সত্যিই ভালো, কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি, যারা সুবিধাবাদি এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যাবাদীও আছে। কিছু লোক বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে এবং কিন্তু আপনাকে চাইবে না। তারা আপনার টাকা, আপনার জনপ্রিয়তা বা আপনার নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যিই অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব।’দেখতে কেমন জীবনসঙ্গী চান, এই প্রশ্নে নোরা বলেন, ‘এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে। আমি বলতে চাইছি, আমার ভালো জেনেটিক্স দরকার, কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই।’

আরও পড়ুন- Anupam Roy: ঈদে বিশেষ চমক! বাংলাদেশের নাটকে অনুপম রায়…

বলিউড অভিনেতা অঙ্গদ বেদি এবং কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন নোরা। এমনকী কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গেও নাম জড়িয়েছে তাঁর। সুকেশের দাবি, তাঁর থেকে দামি দামি উপহার নিতেন নোরা। যদিও অভিনেত্রী মানতে চাননি এই অভিযোগ। নোরা আরো বলেন, ‘পাঁচ বছর আগে থেকে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল উচ্চতা এবং চেহারার মতো শারীরিক বৈশিষ্ট্যের ওপর নজর দিয়ে নিজের জন্য জীবনসঙ্গী খোঁজা। গত কয়েক বছরের ব্যক্তিগত অভিজ্ঞতায় তাঁর ভাবনাচিন্তা বদলেছে।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *