বালুরঘাটের নিখোঁজ তৃণমূল নেতার দেহ মিলল মালদায় – balurghat trinamool leader missing body found in malda


এই সময়, মালদা, বালুরঘাট: নিখোঁজের ২৪ ঘণ্টা পরে বালুরঘাটের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের ক্ষতবিক্ষত দেহ মিলল মালদার গাজোলে রেললাইনের ধারে। সোমবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকার বাসিন্দা বাপি ওরফে দেবজিৎ রুদ্র (৬০)। সকাল ১০টা বেজে যাওয়ার পরেও তিনি বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে ফোন করেন স্ত্রী চন্দনা।কিন্তু সেটি সুইচড অফ শোনায়। পরে বালুরঘাট থানায় নিখোঁজের অভিযোগ জানান পরিজনেরা। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তাঁকে বালুরঘাট স্টেশনের দিকে হেঁটে যেতে দেখা যায়। মঙ্গলবার সকালে গাজোল স্টেশন থেকে কিছুটা দূরে সৈয়দপুর এলাকায় রেলের ওভারব্রিজের কাছে এক ব্যক্তির দেহ পড়ে থাকার খবর পায় জিআরপি।

প্যান্টের পকেটে ভোটার কার্ড পাওয়া যায়। তা দেখেই দেহটি দেবজিতের বলে শনাক্ত করা হয়। এ দিন দুপুর দুটোর দিকে দেহটি গাজোল থেকে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের সময়ে হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট জিআরপি থানার পুলিশ।

গাজোল জিআরপির আধিকারিক প্রদীপ কর্মকার বলেন, ‘দেহটি যেভাবে পড়েছিল তাতে ট্রেনে কাটা পড়ার সম্ভাবনা বেশি। আর সেটা যদি হয়ে থাকে তাহলেও ঠিক কোন ট্রেনে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ সকালে দেহটি উদ্ধারের আগে ওই লাইন দিয়ে শিয়ালদা থেকে বালুরঘাটগামী একটি এক্সপ্রেস ট্রেন এবং বালুরঘাট থেকে কলকাতাগামী ডাউন তেভাগা এক্সপ্রেস গিয়েছে।’

তাতেও প্রশ্ন উঠছে, সোমবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে ২৪ ঘণ্টা কোথায় ছিলেন? চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু, নাকি পরিকল্পিত খুন অথবা নিছক আত্মহত্যা, তা এখনও পরিষ্কার নয়। জানা গিয়েছে, ২০১৩-২০১৮ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরবোর্ডের কাউন্সিলার ছিলেন দেবজিৎ।

BJP West Bengal : মোদী-শাহের জোড়া সভা হবে সুকান্ত-গড়ে? জল্পনা বঙ্গ-বিজেপির অন্দরে

পরবর্তীতে ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বর্তমানে কেবল লাইনের ব্যবসা করতেন তিনি। মৃতের ভাই দেবরঞ্জন রুদ্র বলেন, ‘সুগার ধরা পড়ায় প্রতিদিন মর্নিং ওয়াকে বেরোতেন দাদা। সোমবার ভোর সাড়ে চারটার সময়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। মোবাইল বন্ধ ছিল। দাদার কোনও খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হই। আজ সকালে পুলিশ ফোন করে জানায়, দাদা গাজোলের কাছে ট্রেনে কাটা পড়েছেন।’ বালুরঘাট জেলা তৃণমূল সভাপতি সুভাষ চাকি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *