আগামী ১৯ এপ্রিল বাংলায় শুরু হচ্ছে প্রথম দফার ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র—কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ রয়েছে। উত্তরবঙ্গ দিয়ে লোকসভা ভোট শুরু হলেও গোটা রাজ্যেই এখন প্রচার তুঙ্গে উঠেছে। তৃণমূল-বিজেপি সহ সমস্ত দলের নেতা-নেত্রীরা ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা রোজ একাধিক জনসভা কিংবা রোড শোয়ে অংশ নিচ্ছেন। মূলত সময় বাঁচাতেই বিভিন্ন দল থেকে হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। কমিশনের কর্তারা জানাচ্ছেন, নিয়ম অনুযায়ী ভোটের প্রচারের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে গেলে কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হয়।
কে কোথায় হেলিকপ্টার ব্যবহার করছে, তার সমস্ত হিসাব থাকে কমিশনের কাছে। কোথাও হেলিপ্যাড বানাতে গেলেও তার পারমিশন নিতে হয়। ভোটের সময়ে হেলিকপ্টারের গতিবিধির উপর বাড়তি নজর রাখছে কমিশন। ভোটের সময়ে হেলিকপ্টারে করে নগদ টাকা, মাদক কিংবা অন্য কোনও নিষিদ্ধ বস্তু নিয়ে যাওয়া হচ্ছে কি না, তার উপর নজর রাখতে আবগারি, শুল্ক এবং ইনকাম ট্যাক্স বিভাগকে সতর্ক করে দেওয়া হয়েছে।
কোনও বিমানবন্দরে হেলিকপ্টার ল্যান্ড করলে সেখানেও নজর রাখা হবে। প্রয়োজনে হেলিকপ্টারেও তল্লাশি চালানো হবে।