জট কেটে যাওয়ার আশা
দিন কয়েক আগে বিধানভবনে যে অশান্তির ঘটনা ঘটে সেখানে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীদের একাংশ প্রদীপ প্রসাদকে প্রার্থী করার দাবি তুলেছিলেন। যদিও পাপিয়া চক্রবর্তীর দাবি, তালিকায় প্রদীপ প্রসাদের নামই ছিল না। একইসঙ্গে ঘাটাল থেকে তিনি লড়ছেন বলেও এদিন কার্যত দাবি করেন পাপিয়া। তিনি বলেন, ‘কিছুদিনের অপেক্ষা, জটটা কেটে যাবে, ওটা মূলত সিপিআই করেছ।’
বিজেপি থেকে যোগ কংগ্রেসে
প্রসঙ্গত, ঘাটাল আসন নিয়ে বামেদের সঙ্গে আলোচনা চলছিল কংগ্রেসের। তার মাঝেই হঠাৎ করে হাত শিবিরের পক্ষ থেকে আইআইটি-র প্রাক্তনী পাপিয়া চক্রবর্ত্রীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, পাপিকায় জন্ম খড়গপুরে। পরে দীর্ঘদিন থেকেছেন প্রতিবেশী রাজ্য ওডিশায়। স্বামীর কর্মসূত্রে এখন ফের খড়গপুরেরই বাসিন্দা তিনি। বিজনেস কমিউনিকেশনে স্নাতক হওয়ার পর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি করেন পাপিয়া। তারপর আইআইটি খড়গপুর থেকে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘদিন বিজেপির সক্রিয় সদস্যা থাকার পর বছর খানেক আগে কংগ্রেসে যোগ দিয়েছেন পাপিয়া। সেক্ষেত্রে এখন দেখার পাপিয়াকে ঘিরে ঘাটাল আসনের জট কত তাড়াতাড়ি কাটাতে পারে কংগ্রেস।