Hailstorm In Sandakphu: শিলাবৃষ্টির জেরে সান্দাকফু কার্যত সাদা ধবধবে হয়ে যায়। দেখে মনে হচ্ছে যেন, নতুন করে বছরের চাদরে ঢেকেছে সান্দাকফু। বেলা ২.৩০ মিনিটের পর থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তারপরেই শুরু হয় বৃষ্টি। তার সঙ্গে পড়তে থাকে শিল।
Source link
