Kolkata Airport,অবতরণের পরেই নিয়ম ভেঙে ভয়ংকর কাণ্ড যাত্রীর, কলকাতা বিমানবন্দরে হুলস্থুল – kolkata airport passenger arrested for allegedly violet the rules inside the aircraft


আবারও শিরোনামে কলকাতা বিমানবন্দর। এবার অবতরণের পরেই বিমানের ডানার উপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খোলার চেষ্টা যাত্রীর। বিমান কর্মীদের অনেক অনুরোধের থামান গেল না যাত্রীকে। অবশেষে খবর দেওয়া হয় পাকড়াও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের। পরে তাঁকে তুলে হল নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আন্তর্জাতিক থানার হাতে।জানা গিয়েছে, হায়দরাবাদ – কলকাতা ইন্ডিগো 6E 6494 বিমান অবতরণের পরে, ওই বিমানেরই ১৮ এফ সিটে বসে থাকা যাত্রী আবুজার মণ্ডল কেবিন ক্রুদের নির্দেশ অমান্য করে বিমানের ডানার ওপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খুলে ফেলার চেষ্টা করেন। বিমানে থাকা ক্রু সদস্যরা তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি কোনও কথা শুনছিলেন না বলে অভিযোগ। এরপরেই সংশ্লিষ্ট নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের খবর দেয় বিমান কর্তৃপক্ষ। ওই যাত্রীকে নামিয়ে আনা হয় বিমান থেকে। পরবর্তী সময় ওই যাত্রীকে আটক করে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আন্তর্জাতিক থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় অন্যান্য যাত্রীদের মধ্যে।

প্রসঙ্গত বিগত কয়েক দিনে এই নিয়ে বেশ কয়েকবার আলোচনার কেন্দ্রে চলে এল কলকাতা বিমানবন্দর। কয়েকদিন আগে সকাল ৭.২৯ মিনিটে দুবাই থেকে কলকাতা আসা এমিরেটের ইকে ৫৭০ বিমানের এক যাত্রীর কাছ থেকে সেনা উদ্ধার করেন ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টালিজেন্স-এর আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টালিজেন্স-এর আধিকারিকেরা মহম্মদ মহসিন মেহমুদ আলম নামে ওই যাত্রীকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১. ৪০১ গ্রাম সোনা উদ্ধার করা হয়। ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া ওই সোনার দাম ১ কোটি ২৯ হাজার ৭৪ টাকা। এরপরেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

এছাড়াও কয়েকদিন আগে দু’টি বিমানের ডানার সংঘর্ষের ঘটনায় ব্যাকক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। একটি বিমানের ডানার একাংশ ভেঙেও যায়। এছাড়া সম্প্রতি কলকাতা বিমানবন্দরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন এক জওয়ান। ২০২২ সালে সিআইএসএফ-এ যোগ দেন সি বিষ্ণু নামে ওই জওয়ান। ঘটনার দিন কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। আর এবার বিমানের মধ্যেই এই কাণ্ড ঘটালেন এক যাত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *