Phulki Serial Celebration: ৩০০ পর্ব পেরিয়ে ফুলকি কি এবার শান্ত হল? – phulki serial completes 300 episodes exclusive interview of devyani mondal and abhishek bose


Embed

দেখতে দেখতে ৩০০ পর্ব পেরিয়ে গেল ফুলকি ধারাবাহিক। প্রথম সিরিয়ালেই দর্শকের মন জিতে নিয়েছেন দিব্যাণী। অভিষেকের সঙ্গে তাঁর কেমিস্ট্রিও মনে ধরেছে সিরিয়াল প্রেমী দর্শকের। ৩০০ পর্বের মাইলস্টোন পেরোনোয় সেটেই হল সেলিব্রেশন। আর সেখানে পৌঁছে গেছিলাম আমরা। সেলিব্রেশন পর্ব তো আছেই আর আছে ফুলকি ও তার স্যারের আড্ডা। দীর্ঘদিন টেলিভিশনে কাজ করছেন অভিষেক। এক্কেবারে আনকোরা দিব্যাণীর সঙ্গে প্রথম দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? কীভাবে নবাগতার সঙ্গে প্রথম আলাপে বরফ গলিয়েছিলেন অভিষেক? দিব্যাণীরই বা কেমন লেগেছিল অভিষেকের মতো পোড় খাওয়া অভিনেতার বিপরীতে স্ক্রিন শেয়ার করতে? এই সব প্রশ্নের উত্তর তো দিলেনই একই সঙ্গে অভিষেক জানালেন ফুলকির স্বভাবের কোন দিকে তিনি একেবারেই বদলাতে চান না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *