আমির খান দর্শনেই ভক্তদের ইদ হয়ে গেল। বৃহস্পতিবার সকালে দুই ছেলে জুনেদ আর আজাদকে নিয়ে হাজির হলেন সুপারস্টার আমির খান। সাদা কুর্তা পাজামায় হাজির হতেই কার্যত হইহই পড়ে গেল। প্রথমে তিনি গেট খুলে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু ভিড়ের কথা মাথায় রেখে তাঁকে বাধা দিলেন নিরাপত্তা রক্ষী। টাই গেটের ভিতরেই থাকলেন তিনি (Aamir Khan Celebrated Eid)। কিন্তু ইদে তিনি সর্বক্ষণের সঙ্গী, শুভাকাঙ্খীদের মিষ্টি মুখ করাবেন না? তাও হয়? আমির খানের বাড়ির বাইরে অগুনতি মানুষের ভিড় দেখা গেল আজকের এই বিশেষ দিনে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch the bengali video.