Bangla Diwas 2024 : কমিশনের অনুমতি নিয়ে ‘বাংলা দিবস’ পালন করবে রাজ্য সরকার – state government took permission from election commission to celebrate bangla diwas on poila baisakh


সুগত বন্দ্যোপাধ্যায়
পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিল রাজ্য সরকার। এর আগে কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করলেও ঐতিহাসিক কারণে ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য।এর পরিবর্তে পয়লা বৈশাখকে ‘বাংলা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর সরকারি নিয়মে এই দিনটি বাংলা দিবস হিসেবে পালনের জন্য সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্যের নিজস্ব সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি, বাংলার জল …’গানটি বাধ্যতামূলকভাবে পরিবেশনের কথাও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এবছরই প্রথম সরকারিভাবে ‘বাংলা দিবস’ পালনের কথা। কিন্তু ভোটের জন্য বাংলা দিবস পালিত হলেও তাতে আড়ম্বর কতটা থাকবে তা নিয়ে প্রশাসনিক মহলেই সংশয় রয়েছে। সরকারিভাবে মূল অনুষ্ঠানটি কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে হওয়ার কথা। অনুষ্ঠানের আয়োজক রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

কিন্তু ভোটের জন্য দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এছাড়া এমসিসি বা নির্বাচনী আচরণ বিধিতে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের না থাকার কথা বলা রয়েছে। সেজন্য ‘বাংলা দিবস’ পালনের অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতিও নিয়েছে নবান্ন।

‘ভোট গরম’ বাংলায় মোদী থেকে মমতার কণ্ঠে ‘খেলা হবে’, রাজনৈতিতে স্লোগান ফেমাস করেন বাংলাদেশি?

সূত্রের খবর, এ বছর রবীন্দ্র-নজরুলকে সামনে রেখে বাংলা দিবসে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে আড়ম্বর হবে না। জেলাগুলিকে বলা হয়েছে, সরকারিভাবে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা দিবস পালন করতে।

প্রসঙ্গত, গত বছরের ২০ জুন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করলে বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে রাজ্যপালকে বলেছিলেন, রাজভবনে যেন এমন কোনও দিন উদযাপন না করা হয়। ফোন করেও রাজ্যপালকে একই অনুরোধ করেছিলেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করে বোস রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *