Darjeeling Lok Sabha,’বাঁদরামি করবেন না, ২৬ তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে’, বিরোধী ভোটারদের ‘হুঁশিয়ারি’ তৃণমূল বিধায়কের – hamidul rahman tmc mla speech sparks row


তৃণমূল কংগ্রেস বিরোধী ভোটারদের প্রকাশ্যে হুমকি দিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তাঁর আরও হুঁশিয়ারি, তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে ২৬ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার তাঁদের ‘ফোর্স’ই থাকবে, সেই সময় এই ফোর্সের সঙ্গেই থাকতে হবে, তখন কিছু হলে যেন তাঁরা কিছু বলতে না আসেন।বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গী মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে চোপড়ার বিধায়কের মুখে বিরোধী দলের ভোটারদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে। অপরদিকে আবার তৃণমূল বিধায়ককে এই ধরনের হুমকি না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন চোপড়ার বিজেপি নেতা বরুণ সিংহ।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের অন্যতম উত্তেজনাপ্রবন এলাকা ছিল চোপড়া। বিরোধী সিপিএম, কংগ্রেস মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় মিছিলের উপর গুলি, বোম ছোড়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। গুলি বিদ্ধ হয়ে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। গুলি এবং বোমার আঘাতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বলতে গেলে বিনা প্রতিদ্বন্দীতায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনগুলি জয়লাভ করে তৃণমূল।

আর এবার লোকসভা নির্বাচনেও চোপড়া বিধানসভা এলাকায় কেউ যাতে অন্য দলে ভোট না দেন সেই বিষয়ে একপ্রকার সতর্ক করতে দেখা গেল চোপড়ার বিধায়ককে। বুধবার চোপড়া ব্লকের চুয়াগাড়ি চৌরঙ্গী মোড়ে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘যে বিরোধী ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, ২৬ এপ্রিল ভোটের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। এলাকার বাহিনীর সঙ্গেই থাকতে হবে। সেই সময় কিছু হলে তাঁরা যেন বলতে না আসেন। মূল্যবান ভোটগুলি নষ্ট করবেন না। বাঁদরামি করবেন না, ২৬ তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর আমাদের বাহিনী থাকবে, তখন অভিযোগ করবেন না, আমার কী হল।’

একই সঙ্গে এদিন দলের পঞ্চায়েত সদস্যদের বিধায়ক বার্তা দেন, চোপড়ার প্রতিটি পঞ্চায়েত বিরোধী শূন্য। চোপড়া বিধানসভা এলাকায় প্রতিটি বুথে ৯০ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস না পেলে তিনি দলের পঞ্চায়েত সদস্যদের বসিয়ে দিয়ে দলের নেতাদের দিয়ে এলাকার উন্নয়ন করাবেন। পঞ্চায়েত সদস্যদের বুথে লিড দিলেই হবে না বুথে ৯০ শতাংশ ভোট দলের প্রার্থী গোপাল লামাকে পেতেই হবে। যদিও বিধায়কের এহেন মন্তব্যের প্রেক্ষিতে চোপড়ার বিজেপি নেতা বরুন সিংহ বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন দু’টি আলাদা। এই নির্বাচনে জোর খাটাতে গেলে তার পরিণাম ভালো হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *