তবে ওয়ার্ক ফ্রম হোম কর্ম সংস্কৃতি যত এগিয়েছে, ততই প্রতারণা জাল বিছিয়েছে প্রতারকরাও। আর সেই বিষয়েই এবার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিল কলকাতা পুলিশ। অনেক সময় সোশ্যাল মিডিয়া, অন্য কোনও মাধ্যম বা মোবাইলে এসএমএস-এ ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে অর্থ রোজগারের অফার পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই সেগুলি আসে অচেনা বা অজানা কোনও সূত্র থেকেই। সেক্ষেত্রে কোনও কোনওটিতে আবার কিছু টাকা দিয়ে রেজিস্ট্রেশবন করার কথাও বলা হয়। আর এই সমস্ত ক্ষেত্রেই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ।
এক্ষেত্রে অচেনা কোনও মানুষের থেকে ওয়ার্ক ফ্রম হোমের অফার গ্রহণ না করারই পরামর্শ দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। কারণ এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকছে বলেই মনে করে কলকাতা পুলিশ। যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সংক্রান্ত অনেক মেসেজ বা পোস্টে রেজিস্ট্রেশন করা ও তার জন্য অর্থ প্রদান করার কথা বলা হয়, তাই কলকাতা পুলিশ মনে করছে, মানুষ এই ধরনের ফাঁদে পা দিলে প্রতারিত হতে পারেন। প্রসঙ্গত, বিগত দিনে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে।