কমিশন সূত্রে খবর, যাঁদের অথরিটি পাস ইস্যু করা হবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা ইচ্ছা করলে 12D form পূরণ করে Absentee Voter হিসাবে নিজেকে গণ্য করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের নির্দিষ্ট ভোটের দিনের আগে জেলা নির্বাচন দফতর নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দিনে এবং স্থানে এসে ভোট দিতে পারবেন।
সেক্ষেত্রে যাঁরা Absentee Voter হিসেবে ভোটের দিনের আগে ভোট দিতে চান , তাঁরা 12D Form পূরণ করে আগামী শুক্রবার এবং শনিবার (১২ এপ্রিল এবং ১৩ এপ্রিল , ২০২৪) সংশ্লিষ্ট জেলা অথবা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের কাছে জমা করুন। সঙ্গে অবশ্যই আপনার ভোটার কার্ডের জেরক্স এবং এক কপি ছবি জমা দেবেন। কবে কোথায় ভোট গ্রহণ হবে তা যথাসময়ে জানানো হবে। প্রয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অথবা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তার মধ্যে আমাদের রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রথম দিন ভোট গ্রহণ হবে। যদিও, ইতিমধ্যেই উত্তরবঙ্গের এই তিনটি আসনের জন্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী হোম ভোটিং শুরু হয়ে গিয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই হোম ভোটিং ভোটদান প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। অশীতিপর বৃদ্ধ এবং শারীরিক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ওই তিন কেন্দ্রে ভোটদান শুরু করে দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে এই প্রক্রিয়ায় আবেদনকারীদের বাড়িতে নির্বাচন কর্মীদের পাঠিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।