একুশের বিধানসভা নির্বাচনেও বাংলায় একাধিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তিনি। সেই সময় বাক্যবাণে বিদ্ধ করেছিলেন রাজ্যের শাসক দলের নেতাদের। বলা যেতে পারে একুশের বিধানসভা নির্বাচনে BJP-র অন্যতম চমক ছিলেন তিনি। ফের একবার লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। BJP সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই প্রথম দফা নির্বাচনের আগে প্রচারে অংশ নিতে চলেছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের কথায়, মুম্বইয়ে দীর্ঘদিন কাজ করেছেন মহাগুরু। কিন্তু, তাঁর বাংলায় হিট ছবির সংখ্যাও অতি দীর্ঘ। পাশাপাশি মিঠুন চক্রবর্তী বাংলা এবং বাঙালির আবেগ। লোকসভা নির্বাচনের আগে সেই আবেগকেই কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির, মতামত ওয়াকিবহাল মহলের।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের প্রচারে BJP প্রার্থী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা, জয়ন্ত রায়ের হয়ে প্রচারে তিনি রাজনৈতিক প্রচার করবেন। মিঠুন চক্রবর্তী একুশের নির্বাচনে একাধিকবার প্রচারে নেমে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যের শাসক দলকে। প্রাথমিকভাবে জল্পনা করা হচ্ছিল, তিনি ভোটে লড়বেন। কিন্তু, বিধানসভায় প্রার্থী হননি তিনি।
এরপর লোকসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। এখনও পর্যন্ত বাংলায় ৪১ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির। তাতে নাম ছিল না মিঠুন চক্রবর্তীর। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁকে আপাতত স্টার ক্যাম্পেনার হিসেবেই ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির।