দুরায়ে পরিষেবা পেতে খরচ কত?
মাত্র ৩০ টাকায় বিনিময়ে কাটান যাচ্ছে দাড়ি। আর চুল দাড়ি কাটাতে দিতে হচ্ছে ৮০ টাকা। আর তাহলেই বাড়ি বসে মিলছে পরিষেবা। অনেকেই বলছে, অন্যান্য সেলুন বা পার্লারের থেকে খরচ বেশকিছুটা কম। তাই ‘পকেট ফ্রেন্ডলি’ হিসেবেও অনেকেই ফোন করে ডেকে নিচ্ছেন দীপককে।
কেন এমন অভিনব ভাবনা?
সাইকেলে ভ্রাম্যমান এই সেলুন পরিষেবা যে দিচ্ছেন, সেই দীপক শীলের বয়স প্রায় ৫৫ বছর। প্রায় ৪০ বছর ধরে অপরের দোকানে চুল দাড়ি কাটার ‘চাকরি’ করে গিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে সেই কাজ চলে যাওয়ায় এবং আর্থিক সামর্থ্য না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন। এদিকে আবার বাড়িতে শারীরিক ভাবে অসুস্থ শয্যাশায়ী স্ত্রী রয়েছে দীপকের। রয়েছে বছর ১৫ ছেলে ও পাঁচ বছরের একটি মেয়েও। তাদের পড়াশোনা থেকে শুরু করে সংসার চালান, সমস্ত খরচই একাই যোগাতে হয় দীপককে। সেই সময়ই হঠাৎ, সাইকেল নিয়ে মানুষের দুয়ারে গিয়ে এভাবে সেলুন পরিষেবা পৌঁছে দেওয়ার কথা মাথায় আসে তাঁরা। তারপরেই শুরু করেন এই কাজ। এই বিষয়ে দীপক জানান, তাঁকে সহযোগিতাক করার কেউ নেই। তাই এভাবেই রোজগারের উপায় খুঁজে নিয়েছেন তিনি। অন্যদিকে দীপকের পরিষেবায় খুশি মানুষজনও।
সকাল থেকেই পরিষেবা শুরু
এখন সকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে অশোকনগর পৌরসভার বিভিন্ন এলাকা সহ কল্যাণগড় বানীপুর ও সংলগ্ন এলাকাগুলিতে দুয়ারে সেলুন পরিষেবা পৌঁছে দিচ্ছেন তিনি। এভাবেই রোজগার করে সংসার চালানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। দীপকের এই অভিবন উপায়ে রোজগারের উপায়কে কুর্নিশ জানাচ্ছেন প্রত্যেকেই।