Rachana Banerjee News,প্রচারে তুমুল ব্যস্ত নায়িকা, কে সামলাচ্ছেন ‘দিদি নম্বর ১’-র শাড়ির ব্যবসা? মুখ খুললেন রচনা – rachana banerjee says her husband is looking after her saree business as he is engaged lok sabha election campaign


তিনি একদিকে বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা। পাশাপাশি বড় পর্দাতেও একটা সময় অনবরত যাতায়াত ছিল তাঁর। আপাতত হুগলি লোকসভা কেন্দ্রের ব্যাটন তাঁর হাতেই তুলে দিয়েছে তৃণমূল। কথা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে সকাল-বিকেল প্রচারে ব্যস্ত তিনি। এলাকায় এলাকায় গিয়ে সারছেন জনসংযোগ। এদিকে রচনা বন্দ্যোপাধ্যায় একজন ব্যবসায়ীও। শাড়ির ব্যবসা করেন তিনি। ‘রচনাস ক্রিয়েশন’-এর মালিক তিনি। যখন প্রচারে হুগলি ব্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তাঁর ব্যবসা সামাল দিচ্ছে কে?চার দিন আগে পয়লা বৈশাখের জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে ২০ শতাংশ ডিসকাউন্টের কথা বলা হয়। পাশাপাশি ২৭ মার্চ রচনা বন্দ্যোপাধ্যায়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে শাড়ির সংগ্রহ দেখানো হয়েছিল। তবে রচনা বন্দ্যোপাধ্যায় নয়, এই ভিডিয়োতে দেখা গিয়েছে অন্য এক তরুণীকে।

স্বাভাবিকভাবেই অনেক ভক্তরাই জানতে চাইছিলেন, কী ভাবে সমস্ত দিক সামাল দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এই সময় ডিজিটাল-কে তিনি বলেন, ‘ব্যবসা অন্য লোককে বলেছি যে তুমি সামলাও। আমার স্বামী সামলাচ্ছে, অন্য ছেলেরা সামলাচ্ছে।’

উল্লেখ্য, প্রবাল বসুকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। অতীতে নিজের বিবাহিত জীবন নিয়ে রচনা বলেছিলেন, ‘আমি বিবাহিত। তবে হ্যাপিলি ম্যারেড বলতে যা বোঝায় আমি তা নই। আমার ছেলে বড় হচ্ছে। আমরা চাই না ওকে শুনতে হোক যে বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। আমরা একসঙ্গে না থাকলেও খুব ভালো বন্ধু।’ ছেলের যত্ন নেন স্বামী, তা জানিয়েছিলেন তিনি। ছেলের পরীক্ষার সময় এসে পড়ান, কোনও কোনও দিন একসঙ্গে ঘুরতে যান তাঁরা। হাসিখুশিতেই সেই মুহূর্তগুলি কাটে।

Rachana Banerjee : ‘লকেট গান গাইত, আমি তবলা বাজাতাম’, খোশ মেজাজে রচনা

এই মুহূর্তে যখন প্রচারে ব্যস্ত রচনা তখন সেই ‘বন্ধু’-র উপরেই ভরসা করেছেন তিনি, স্পষ্ট জানান এই প্রার্থী। রচনা আরও বলেন, ‘এখন দুই মাস পরিবারে কোনও সময় দিতে পাচ্ছি না। প্রচার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। মানুষের কাছে পৌঁছনো ফার্স্ট প্রায়োরিটি। আমার ছেলে এখন বুঝে গেছে মাকে পাব না।’

Rachna Banerjee : ছেলে বড় হয়েছে, তাই রাজনীতিতে, জানালেন রচনা

কথায় রয়েছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’! আজকাল অন্যান্য ক্ষেত্রের মতো রাজনীতিতেও মহিলাদের দাপট অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর মহিলাদের উন্নয়নে কাজ করে এসেছেন বলে মতামত ওয়াকিবহাল মহলের। তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক ছিল রচনা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *