Abhishek Banerjee : ‘হারলে ২০ বছর বাংলায় পা রাখবে না’, জলপাইগুড়িতে অভিষেকের নিশানায় BJP – abhishek banerjee slams bjp from jalpaiguri lok sabha tmc rally


ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার টার্গেট জলপাইগুড়ি লোকসভা আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই অভিষেকের দাবি, এই আসনে জিততে না পারলেও তৃণমূল মানুষের পাশে ছিল, কিন্তু বিজেপি হারলে আগামী ২০ বছর বিজেপি বাংলায় পা রাখবে না।জলপাইগুড়ির সভায় হাজির ভিড় দেখে প্রথমেই আপ্লুত হন অভিষেক। সভার শুরুতেই তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে জেলার মানুষের পাশে থাকার কথা। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকার ঝাঁপিয়ে পড়েছিল, সেই কথা তুলে ধরেন অভিষেক। পাশাপাশি, তিনি এও দাবি করেন এই কেন্দ্রের জন্য এক লাখ টাকারও উন্নয়নের কাজ করেনি কেন্দ্রের সরকার। জলপাইগুড়ি বিজেপি সাংসদকে জিতিয়ে পাঠালেও, বছর ভর তৃণমূল কংগ্রেস সরকার তাঁদের পাশে রয়েছে সেই বার্তা তুলে ধরেন তিনি।

‘কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে যাবে’ দিল্লির ঘটনার তীব্র নিন্দা অভিষেকের

সভায় বক্তৃতা রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘যাঁরা আপনাদের আশা আকাঙ্খা নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাঁরা আগামী দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় থেকে যদি ৫ বছরে প্রধানমন্ত্রী একবার আসে, ক্ষমতায় না থাকলে এঁদের ৫ বছরেও বাংলায় পা পড়বে না। আর তৃণমূল কংগ্রেস ২০১৯ না জিতেও আপনার বিপদে তৃণমূলকে পাশে পেয়েছেন।’

পদ্মে ভোট দিলে গ্যারান্টি চান নমোর কাছে: অভিষেক
এর আগে ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের সময় নির্বাচনী প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সভা থেকে ধূপগুড়ি মহকুমা করার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন তিনি। নির্বাচনের মাস ছয়েকের মধ্যে সেটি করেও দেয় রাজ্য সরকার। এবারের সভা থেকেও আরও কিছু কাজের প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে জানিয়ে যান, মহকুমা হাসপাতালে শয্যা ৬০ থেকে বাড়িয়ে ১০০ করা হবে। এর পাশাপাশি, হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ ব্লকের সঙ্গে সংযোগ রাখার কারণে একটি রেল ওভার ব্রিজ, ক্রান্তি ব্লক থেকে মাল ব্লকের সঙ্গে সংযোগ রক্ষাকারী একটি ব্রিজ তৈরির ব্যাপারেও আশ্বাস দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *