Bjp West Bengal,কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান, গেরুয়া নেতার ভিডিয়ো ভাইরাল ঘিরে বিতর্ক – raiganj bjp leader requested to vote for congress candidate controversy


এই সময়, রায়গঞ্জ: রাজনীতির ভুলভুলাইয়া? হয়তো তাই। তা না হলে এমনটি কখনও হয়! তিনি নিজে গেরুয়া নেতা। অথচ সংখ্যালঘু ভোটারদের কাছে আবেদন করেছেন কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক গোলাম সারওয়ারের এমন একটি ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর রায়গঞ্জের ভোট বাজারে সেই ভিডিয়ো দেখে প্রায় ভিরমি খাচ্ছেন সাধারণ ভোটাররা।ভিডিয়োর সত্যতা স্বীকার করে তিনি অবশ্য বলেছেন, ‘ভিডিয়োটি সাম্প্রতিক কালের নয়। অনেক পুরোনো। বিরোধীরা বিভ্রান্তি ছড়াতে এখন সেটি প্রচার করছে।’ যদিও ভিডিয়ো-বার্তার জোরালো কোনও বিরোধিতাও করেননি তিনি। গোলাম সারওয়ার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির ভাই।

একুশের বিধানসভা নির্বাচনে গোয়ালপোখর কেন্দ্রে দাদার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সারওয়ারকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরে বসে তিনি মুসলিম ভোটারদের উদ্দেশে হিন্দিতে বলছেন, ‘তৃণমূলের ভুল বোঝানোর ফলে যে সব মুসলমান ভাইদের বিজেপিকে ভালো লাগছে না, তাঁরা কংগ্রেসকেই মন খুলে ভোট দিন।’

সারওয়ারের ওই ভিডিয়ো বার্তা ছড়িয়ে পড়তেই কটাক্ষ ও সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি বলেন, ‘এর মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজেপি আর কংগ্রেসের গোপন জোট আছে। কিন্তু যাঁরা এসব বলছেন তাঁদের রাজনৈতিক বোধ নেই। কারণ মানুষ জানে, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির সুবিধা করে দেওয়া। বিজেপি এখানে জেতার অবস্থায় নেই।’

BJP West Bengal : ‘বুথে বাহিনী, বাইরে চ্যালা কাঠ নিয়ে বিজেপি কর্মী’, কাকলিকে হুঁশিয়ারি স্বপনের! সরব তৃণমূল

কংগ্রেস নেতা সাদিকুল ইসলাম বলেন, ‘উনি সঠিক কথাই বলেছেন। মুসলিম সমাজের মধ্যে বিজেপি সম্পর্কে একটা ভয় আছে। তিনি বুঝতে পেরেছেন, এখানে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না। তাই তিনি বলেছেন, বিজেপিকে যদি ভালো না লাগে তো চোর, দুর্নীতিবাজ তৃণমূলকে ভোট না দিয়ে কংগ্রেসকেই ভোট দিন।’

বিজেপিও সারওয়ারের ওই ভিডিয়ো প্রসঙ্গে নরম মনোভাবই দেখিয়েছে। দলের উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিত সেন বলেন, ‘তৃণমূল সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে। এই বাংলাতেই সংখ্যালঘুরা বেশি নির্যাতিত। তাই সারওয়ার বলেছেন, যদি বিজেপিকে ভালো না লাগে তাও তৃণমূলকে যেন কেউ ভোট না দেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *